শিরোনাম
ভ্যাটের সনদ প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে হবে: এনবিআর
প্রকাশ : ০৬ জুলাই ২০২০, ১৯:০৪
ভ্যাটের সনদ প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে হবে: এনবিআর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর বা ভ্যাটের সনদ ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো স্থানে এই সনদ রাখতে হবে। সম্প্রতি নতুন করে এ নির্দেশনা দেয়া হয়েছে।


পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা সঠিকভাবে রাখছে কি না, তা তদারকি করতে প্রত্যেক ভ্যাট কমিশনারেটকে নির্দেশ দেয়া হয়েছে। ১৬ জুলাইয়ের মধ্যে এ নিয়ে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানাতে বলা হয়েছে। এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে।


ওই চিঠিতে বলা হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখছে না, যা আইনত জরিমানা আরোপযোগ্য অপরাধ। মাঠপর্যায়ের দফতরগুলোও আইনের বিধানটি নিশ্চিত করতে পারছেন না। তাই মাঠপর্যায়ে তদারকির নির্দেশ দেয়া হয় ওই চিঠিতে।


এ বিষয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এই করোনার সময়ে এমনিতেই ব্যবসা-বাণিজ্যে মন্দা। এমন অবস্থায় ভ্যাট কর্মকর্তারা যদি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাটের সনদ দেখতে আসেন, তাহলে তা ব্যবসায়ীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com