শিরোনাম
প্রধানমন্ত্রীকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধন্যবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০২০, ০০:১০
প্রধানমন্ত্রীকে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধন্যবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাটকল শ্রমিকদের আইনসঙ্গত সকল পাওনাদি শতভাগ পরিশোধসহ গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল করেছে রাজধানী ডেমরার করিম ও লতিফ বাওয়ানী জুটমিলের সাধারণ শ্রমিকবৃন্দ।


বুধবার বেলা ১১ টায় করিম ও লতিফ বাওয়ানীর সাধারণ শ্রমিকরা তাদের স্ব-স্ব মিল গেটে আনন্দ মিছিল ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্লোগান দেয়।


২০১৩ সালের পর থেকে অবসরে যাওয়া মানবেতর জীবনযাপনকারী শ্রমিকদের প্রাপ্য অর্থ এককালীন (১০০%) পরিশোধ করা, গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় অবসায়নের ফলে অবসরে যাওয়া শ্রমিকদের সকল প্রকার আইনসঙ্গত পাওনা গ্রাচুইটি, পিএফ, বকেয়া মজুরি, অবসায়ন সুবিধা ইত্যাদি শতভাগ (১০০%) এককালীন পরিশোধ করার সরকারি সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রমিকরা উচ্ছাস প্রকাশ করেন।


নতুন মডেলে পুনঃচালুকৃত মিলে অবসায়নকৃত শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে এবং একই সাথে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে মর্মে শ্রমিকরা সরকারের উপর আস্থা প্রকাশ করে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com