শিরোনাম
সংসদে কালো টাকা সাদা করার বিধান রেখে অর্থবিল পাস
প্রকাশ : ২৯ জুন ২০২০, ১৯:৪৮
সংসদে কালো টাকা সাদা করার বিধান রেখে অর্থবিল পাস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অপ্রদর্শিত আয়ের টাকা (কালো টাকা) বিভিন্ন খাতে বিনিয়োগের বিধান রেখে সংসদে অর্থবিল ২০২০ পাস হয়েছে। আগে কালো টাকা তিন বছর বাজারে রাখার যে শর্ত ছিল এটি এবার এক বছরে কমিয়ে আনা হয়েছে।তবে বরাবরের মতোই এসবের জন্য নির্দিষ্ট হারে কর দিতে হবে।


সোমবার (২৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। তবে বিলে ছোটখাটো কিছু পরিবর্তন আনা হয়েছে।


এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে তার বাজেট প্রস্তাবে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ আরো বিস্তৃত করেন। মঙ্গলবার (৩০ জুন) পাস হবে মূল বাজেট। এরপরের দিন বুধবার ( ১ জুলাই) থেকে শুরু হবে নতুন অর্থবছর।


২০২০-২১ সালের বাজেটে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের ক্ষেত্রেও কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। প্রস্তাব করেছেন কোনো জরিমানা ছাড়া কেবল ১০ শতাংশ কর দিয়ে যে কেউ তার অবৈধভাবে অর্জিত অথবা কর ফাঁকি দিয়ে গোপনে সঞ্চিত অর্থ এসব খাতে বিনিয়োগ করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ ওই টাকার উৎস জানতে চাইবে না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com