শিরোনাম
৯৬ ঘন্টা পর চোখ খুললেন খাদিজা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১৩:৪৮
৯৬ ঘন্টা পর চোখ খুললেন খাদিজা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রায় ৯৬ ঘন্টা পর চোখ খুলেছেন কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস। গত সোমবার সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।


শনিবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় খাদিজার চিকিৎসক ডা. এ এম রেজাউস সাত্তার জানান, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। তার ডান হাত-পা নড়াচড়া করেছে। ডান চোখও খুলতে পেরেছেন।


গত সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা। বিকেলে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম (২৭)।


পরে গুরুতর আহত অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন খাদিজা। এখানে তার মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।


বিবার্তা/প্লাবন/সফিকুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com