শিরোনাম
আগামী দুই দিনের বিমানের সব ফ্লাইট বাতিল
প্রকাশ : ০৬ জুন ২০২০, ২০:৪৬
আগামী দুই দিনের বিমানের সব ফ্লাইট বাতিল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের কারণে দেশের অভ্যন্তরীন রুটে যাত্রী সংকট দেখা দেয়ায় সংশ্লিষ্ঠ রুটে আগামী দুই দিনের সকল ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলদেশ এয়ারলাইন্স। সংস্থাটি আগামী রোব ও সোমবার কোন ফ্লাইট পরিচালনা করবে না। শনিবার (৬ জুন) বিমান বাংলাদেশ সূত্র এ তথ্য জানিয়েছে।


করোনা মহামারীর কারণে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর অভ্যন্তরীণ ৩ রুটে গত ১ জুন ফ্লাইট চলাচল শুরু করে বিমান। তবে ফ্লাইট চালুর দ্বিতীয় ও তৃতীয় দিন ২ এবং ৩ জুন যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। ৪ জুন থেকে টানা তিন দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি। সর্বশেষ গত ৪ জুন জানানো হয়, ৫ ও ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এরপর আজ জানানো হলো আগামী দুই দিনের ফ্লাইট বাতিলের কথা।


এদিকে ঐ সব রুটগুলোতেই যাত্রী নিয়ে চলাচল করছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের ফ্লাইট। অন্যদিকে শনিবার বিমানের একটি চার্টার্ড ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। সেটি মালদ্বীপে থাকা বাংলাদেশিদের নিয়ে আসবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com