শিরোনাম
মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় হাই এলার্টে বিজিবি
প্রকাশ : ০৫ জুন ২০২০, ২০:২৩
মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় হাই এলার্টে বিজিবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারের অভ্যন্তরে গুলিবর্ষণে ২ জন নিহতের ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু ইউনিয়নে হাই এলার্টে রয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।


জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বান্দরবান জেলার তুমব্রু সীমান্তের বাজাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশের ৫-৬ কিলোমিটার দূরে সন্ত্রাসী ও মিয়ানমারের বাহিনীর মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন নিহত হয়। তবে নিহতরা শসস্ত্র সন্ত্রাসী নাকি বিজিপির সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।গুলির শব্দে নোম্যান্স-ল্যান্ডে আশ্রিত রোহিঙ্গাদের পাশাপাশি সীমান্তবর্তী স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।


কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, তাদের ঘটনার কোনো রিঅ্যাকশন আমাদের সীমান্তে না আসে সেজন্য সীমান্তেজুড়ে সবাই হাই এলার্টে আছে। মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটলেও এসময় বাংলাদেশের অভ্যন্তরে কোনো গোলাবারুদ এসে পড়েনি।


আরো জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরের রেংমং টিলা এলাকায় সন্ত্রাসী গ্রুপ হারাকাহ আল ইয়াকিন এর বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করছিল বিজিপি। সীমান্তে এ ধরনের অভিযানের সময় প্রতিবেশী দেশের সীমান্ত বাহিনীকে আগাম তথ্য প্রদানের নিয়ম থাকলেও তা অবহিত করা হয়নি বিজিবিকে। ফলে এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তজুড়ে সর্তক অবস্থানে রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com