শিরোনাম
করোনা পরিস্থিতি মোকাবেলায় নাগরিকবিবৃতি
প্রকাশ : ০৩ জুন ২০২০, ১৬:০৯
করোনা পরিস্থিতি মোকাবেলায় নাগরিকবিবৃতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের পক্ষ থেকে প্রচারিত তথ্য অনুযায়ী ২ জুন তারিখ পর্যন্ত দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ আর মারা গেছেন ৭০৯ জন। ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) এর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বেসরকারি টেলিভিশনের টকশোতে সম্প্রতি জানিয়েছেন, "কোভিড-১৯ রোগীর সংখ্যা শনাক্তের চেয়ে ৪০ গুণ বেশি" [বাংলা, ১৬ মে, ২০২০; মানবজমিন, ১৭ মে, ২০২০]।


সরকারি পর্যায়ে গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিনের প্রতিবেদনে দেখা যাচ্ছে, মোট টেস্টের শতকরা ২০-২৫ ভাগ কোভিড-১৯-এ আক্রান্ত। তার মানে হলো টেস্টের সংখ্যা বাড়লে রোগীর সংখ্যা নিশ্চিতভাবে আরো বেশি বাড়বে। আমাদের টেস্টের সক্ষমতা প্রতিদিন ৩০ হাজার [প্রথম আলো, ২৪ মে, ২০২০]। অথচ এই সক্ষমতার অর্ধেকও আমরা এখনো কার্যকর করতে পারিনি।


অথচ এরকম অবস্থাতেই ৩১ মে থেকে "স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে" অফিস, গণপরিবহনসহ সকল কিছু খুলে দেয়া হলো। "সীমিত পরিসরে" গণপরিবহন চালুর খেসারত হিসেবে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য আন্তঃজেলা পরিবহনে এবং গণপরিবহনে শতকরা ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। এ ধরণের সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী এবং নিন্দনীয়। এক্ষেত্রে লক্ষ্যণীয় যে, অফিস, আদালত, গণপরিবহন সরকারি ঘোষণার মাধ্যমে খুলে দেয়ার পরবর্তী ২৪ ঘন্টায় ২ জুন তারিখে স্বাস্থ্য অধিদফতরের ব্রিফিং অনুয়ায়ী সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।


এদিকে রোহিঙ্গা শরণার্থী শিবিরেও সংক্রমণ বিপদজনকভাবে বেড়ে চলেছে। একজন শরণার্থী ইতোমধ্যেই কোভিড-১৯- এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।


কোভিড-১৯ রোগে আক্রান্ত প্রথম রোগী গত ৮ মার্চ চিহ্নিত হওয়ার পর সংক্রমণরোধে যথাযথ লক-ডাউনের পরিবর্তে এখন পর্যন্ত ছয় দফায় রাষ্ট্রীয়ভাবে "সাধারণ ছুটি" ঘোষণা করা হয়েছে। তবে এপ্রিলের প্রথম সপ্তাহে পোশাক কারখানা খুলে দিলে রোগীর সংখ্যা দ্রুতই বাড়তে থাকে। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। আবারো মে মাসের প্রথম সপ্তাহ থেকে ঈদ উপলক্ষে দোকান-পাট, কারখানা খোলা এবং অন্যান্য ছাড়ের সিদ্ধান্ত নেয়ার পর থেকেও রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। এখন পরিস্থিতি আরো বিপদজনক হয়ে উঠেছে। তাই এ রকম পরিস্থিতিতে মহামারি মোকাবেলায় গঠিত ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি তাদের পরামর্শ ছিল আরো বেশি কঠোর ব্যবস্থা নেয়ার। তাদের পরামর্শকে বিবেচনা না করে অর্থনৈতিক কার্যক্রমকে সচল করার সিদ্ধান্ত খুবই আত্মঘাতী হবে বলে আমরা মনে করছি। লক-ডাউন তুলে নেয়ার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া মহামারিতে আক্রান্ত রাষ্ট্রগুলো সাধারণত এমন একটা সময় বেছে নিয়েছিল যখন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার সংখ্যা সম্পূর্ণ কমে গেছে অথবা তাৎপর্যপূর্ণভাবে কমতে শুরু করেছে।


বিরাজমান করোনা পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো রকম সুনির্দিষ্ট পরিকল্পনা বা কৌশল ছাড়া সাধারণ ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত করোনা সংক্রমনের ঝুঁকিসহ দীর্ঘমেয়াদে জীবন ও জীবিকার সংকটে শুধু দরিদ্র আর সাধারণ নাগরিকরাই পড়বেন না বরং সার্বিকভাবে সকলকেই মহাবিপদের দিকে ঠেলে দিবে। এতে দেখা যাবে বিশ্বের অন্যান্য দেশের অর্থনৈতিক কার্যকলাপ শুরু হয়ে গেলেও অর্থনৈতিক এবং সামাজিকভাবেও আমরা বিচ্ছিন্ন থাকবো। এতে এই করোনা পরবর্তী অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর শক্তিও হারাবে।


এ রকম আশংকার পরিপ্রেক্ষিতে জনমানুষের স্বার্থে আমরা সরকারের নিকট নিচের দাবিসমূহ বর্তমান পরিস্থিতি বিবেচনায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।


১। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত (দৈনিক আক্রান্তের সংখ্যা কমে এসে শূন্যের কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত) সারাদেশে কার্যকর লকডাউন নিশ্চিত করা হোক। অতি জরুরি অর্থনৈতিক কর্মকাণ্ড ও জরুরি জনসেবাভিত্তিক কর্মকাণ্ড বাদে সমস্ত অফিস আদালত ও শ্রমঘন কারখানা বন্ধ রাখা হোক। খাদ্য, ওষুধসহ জরুরি পণ্য পরিবহন বাদে সকল আন্তঃজেলা পরিবহন ও গণপরিবহন বন্ধ করা হোক।


২। লকডাউন কার্যকর করার প্রধান শর্ত হিসেবে সকল কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার ও নগদ অর্থ পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সমস্ত কল কারখানার শ্রমিক, সরকারি-বেসরকারি অফিস, আদালত, প্রতিষ্ঠানের কর্মচারী, কর্মকর্তাদের বেতন-ভাতা অব্যাহত রাখতে হবে এবং যেকোন ধরণের ছাটাই বন্ধ রাখতে হবে। একই সাথে লকডাউন তুলে নেয়ার প্রক্রিয়া শেষ পর্যন্ত কী হবে, সেজন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করে তা জনপরিসরে দ্রুতই প্রকাশ করা হোক।


৩। দেশের সকল পর্যায়ে টেস্টের সংখ্যা দ্রুত বাড়ানো হোক। প্রতিটি জেলার করোনা হাসপাতালে আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হোক। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া প্রতিটি রোগীর নমুনা শুরুতে সংগ্রহ করে দ্রুত নিকটবর্তী ল্যাবে পাঠানো হোক। সংগৃহীত নমুনাগুলোর জট কমাতে দৈনিক টেস্টের সক্ষমতা বাড়ানো হোক, নমুনা শনাক্তকরণে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে আনা হোক। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্র এবং গবেষণাগারের মধ্যে সমন্বয় করে রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা টেস্ট সেন্টার স্থাপন করা হোক। উপরন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো ব্যবহার করার বিষয়টিও বিবেচনায় নেয়া হোক।


৪। গণস্বাস্থ্য কেন্দ্রের সহজলভ্য কিটের ট্রায়ালের ফল জনসম্মুখে প্রকাশ করা হোক। ট্রায়াল সফল হলে এই কিটের দেশব্যাপী ব্যাপক ব্যবহারের দ্রুত অনুমোদন দেয়া হোক।


৫। ক্রমবর্ধমান রোগী সংখ্যার প্রেক্ষাপটে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালগুলোর করোনা ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানো হোক। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের করোনা হাসপাতালগুলোতে বা করোনা ওয়ার্ডে প্রতিটি রোগীর জন্যে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হোক। পর্যাপ্ত অবকাঠামো ও সুবিধা নিশ্চিত করে ইনডোর স্টেডিয়াম, জিমনেশিয়াম, কনভেনশন সেন্টারে অস্থায়ি হাসপাতাল দ্রুত গড়ে তোলা হোক। সেই সাথে বেসরকারি হাসপাতালগুলোর অন্তত ৫০ শতাংশ শয্যা করোনা চিকিৎসায় ব্যবহারের যথাযথ উদ্যোগ নেয়া হোক। বাংলাদেশে অবস্থানরত প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর যথাযথ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হোক।


বিবৃতিতে স্বাক্ষর করেছেন ৩৪৪ জন। নিচে তাদের তালিকা দেয়া হলো


১। মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


২। সায়েমা খাতুন, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


৩। সামিনা লুৎফা, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


৪। আনু মুহাম্মদ, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


৫। আরশাদ মোমেন, অধ্যাপক, তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


৬। নুসরাত এস চৌধুরী, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, আমহার্স্ট কলেজ, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র


৭। রোবায়েত ফেরদৌস, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


৮। অনুপম সৈকত শান্ত, শিক্ষার্থী, গ্রনিঙ্গেন বিশ্ববিদ্যালয়


৯। জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিমকোর্ট


১০। মীর্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১১। শারমিনা শামস, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়


১২। নাসরিন খন্দকার, সহযোগী অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৩। গীতিআরা নাসরীন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৪। মোহাম্মদ সাজ্জাদুর রহমান, পিএইচডি গবেষোক, ক্লার্ক বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র


১৫। নাঈম সিনহা, সদস্য, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ


১৬। আতিকা রোমা, প্রতিষ্ঠাতা ও দলপ্রধান, যাবো বহুদূর


১৭। সিলভানা রহমান খান স্বর্ণা, কল্যাণ কর্মকর্তা, আম্বাত্তুর গ্রুপ অফ কোম্পানিজ


১৮। লাবিব ওয়াহিদ, সদস্য, কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


১৯। মাশরুর ইমতিয়াজ, শিক্ষক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


২০। মেথান রেজা, ব্যাবস্থাপক, স্টোর, অনন্ত গ্রুপ


২১। মোহাম্মাদ জহিরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


২২। সুবল কান্তি দে, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


২৩। মঞ্জুরুল হক, অধ্যক্ষ, বেইলি স্কুল


২৪। কাজলী ইসলাম, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


২৫। ডা. জয়দীপ ভট্টাচার্য, সংগঠক, হেলথ সা‌র্ভিস ফোরাম


২৬। রাগীব নাঈম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


২৭। আলতাফ হোসেন রাসেল, সহকারী অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়


২৮। তপন মাহমুদ, সহকারি অধ্যাপক, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়


২৯। এ বি এম শামসুদ দোহা, বাণিজ্য পাতা সম্পাদক, ডেইলি স্টার


৩০। তাওহিদা জাহান, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


৩১। রুশাদ ফরিদী, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


৩২। কামরুল হাসান, অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


৩৩। শরিফুল হাসান, ফ্রিল্যান্স সাংবাদিক


৩৪। রফিকুল রঞ্জু, যুগ্ম বার্তা সম্পাদক, সমকাল


৩৫। এম জাকির হোসেন খান, নির্বাহী পরিচালক (অবৈতনিক), চ্যাঞ্জ ইনিশিয়েটিভ


৩৬। সাজ্জাদ এইচ সিদ্দিকী, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


৩৭। এমডি মুফাসসির রশীদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৩৮। ফারহানা আলম, যোগাযোগ কর্মকর্তা, আই এল ও


৩৯। সৈয়দ বাবুল, চাকুরীজীবী


৪০। ড. কাজী জাহেদ ইকবাল, আইনজীবী, আইনজীবী


৪১। ডা.রাজিয়া রহমান, সিনিয়র মেডিকেল অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার


৪২। বীথি ঘোষ, শিক্ষক, সংস্কৃতি কর্মী, সমগীত


৪৩। নাজিফা তাসনিম খানম তিশা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৪৪। আইনুল হক, নাগরিক


৪৫। হুমায়ুন কবির, সমন্বয়ক, জেন অয়াইজেড


৪৬। আতিয়া ফেরদৌসী, পিএইচডি গবেষক, মিডল টেনেসি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র


৪৭। মুমতাহানা মৌ, প্রভাষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ


৪৮। ফিরোজ আহমেদ, সদস্য, রাজনৈতিক পরিষদ, গণসংহতি আন্দোলন


৪৯। কৃষ্ণা বণিক পুষ্পিতা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৫০। বেলাল হোসাইন বিদ্যা, সদস্য (কেন্দ্রীয় কমিটি), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


৫১। ফাহিমা আক্তার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৫২। রঞ্জন কুমার দে, সম্পাদক, www.bangladarpan.com


৫৩। রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্যবস্থাপক (প্রশাসন), প্রবাসী, সরকারি চাকুরীজীবী


৫৪। তাসনীম সিরাজ মাহবুব, সহযোগী অধ্যাপক, ইংরেজী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


৫৫। মো.নাবিল এইচ, সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


৫৬। নাজমুল মিলন, শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


৫৭। মাহাবুব আলম রুবেল, সম্পাদক, www.krantikal.com


৫৮। তানজিনা কবির, শিক্ষার্থি, ঢাকা বিশ্ববিদ্যালয়


৫৯। অনিমেষ রায়, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা


৬০। আবিদা ফেরদৌসী, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


৬১। মাকসুদা সুলতানা, শিক্ষক, দ্য ইউনিভার্সিটি অফ টেকনোলজী সিডনি


৬২। ফারহানা হোসেন, গৃহিণী


৬৩। সম্পা দাস, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ


৬৪। সৈয়দ ফয়েজ আহমেদ, সাংবাদিক, ঢাকা ট্রিবিউন


৬৫। এমডি মাহদিউল হক, জুনিয়র এসোসিয়েট, ল চেম্বার


৬৬। অভিজিৎ বড়ুয়া, কেন্দ্রীয় সহ-সভাপতি, ছাত্র ইউনিয়ন


৬৭। হাসনাত কাইয়ুম, সদস্য / এডভোকেট, রাষ্ট্রচিন্তা


৬৮। মনজুর আলম মিঠু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট


৬৯। অনুপ চক্রবর্তী অভি, কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


৭০। রথীন্দ্র নাথ বাপ্পী, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বশেমুরবিপ্রবি সংসদ


৭১। মোঃ আব্দুলআজিজ, এফ এ ভি পি, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড


৭২। শাহেরীন আরাফাত, সম্পাদক, মঙ্গলধ্বনি


৭৩। ফাইরুজ ফাইজাহ, শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়


৭৪। দাও সিং ন্যু মার্মা, প্রশিক্ষক, হেলেন কেলার ইন্টারন্যাশনাল


৭৫। সাকিবুল আল ফারাভি, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়


৭৬। ইকবাল, সদস্য, নির্বান


৭৭। ঐশী, শিক্ষার্থি, ঢাকা বিশ্ববিদ্যালয়


৭৮। রুবাবা, নির্বাহী পরিচালক, সিসিআইএফবি


৭৯। মোস্তাকিম বিল্লাহ মাসুম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৮০। জোহানা আফরিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৮১। মীর ফাহিম শিব্বির উদয়, সাংবাদিক, জাগরনবার্তা২৪ডটকম


৮২। চৈতী আহমেদ, প্রধান সম্পাদক, নারী.নিউজ


৮৩। জারিন জাহান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৮৪। নাসরিন আকতার সুমি, নিজস্ব প্রতিবেদক, ঢাকা, প্রথম আলো


৮৫। দেওয়ান মাহবুব হোসেইন, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


৮৬। আশিকুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, রূপালী ব্যাংক লিমিটেড


৮৭। আতিক, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়


৮৮। গোবিন্দ শীল, উপ সম্পাদক, দ্য নিউজ টাইমস


৮৯। আতাউল হক চৌধুরী, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


৯০। এমডি হামজা কামাল মোস্তফা, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, সার্ক বিশ্ববিদ্যালয়, ভারত


৯১। রিয়াজ আহমেদ, পরিচালক, বেশটপ লিমিটেড


৯২। নুরুন নাহিদ মো হাবিব, আইওএস ডেভেলপার, এলিটবাজ টেকনলজিস লিমিটেড


৯৩। কায়েস মাহমুদ, সম্পাদক, টার্মিনাল


৯৪। মাহফুজা রহমান, গৃহবধূ, গৃহবধূ


৯৫। শাহ আজিজ আহমেদ, শিক্ষা্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


৯৬। নাসির উদ্দিন প্রিন্স, সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট


৯৭। রুহি নাজ, এডভোকেট ও গবেষক, আইনজীবী


৯৮। আদনান আজিজ চৌধুরী, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৯৯। আবু নাইম তরুন, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১০০। জার্জীস আহমেদ, স্বত্তাধিকারী, ল্যাম্পপোস্ট


১০১। সাদিয়া মুন, কার্যকরী সদস্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১০২। শাহরিয়ার জিম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১০৩। অর্পিতা শামস মিজান, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়


১০৪। মোশাররাফ হোসেন, সদস্য, সিপিবি


১০৫। সুচিস্মিতা তিথি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১০৬। আফসানা বিনতে আমিন, প্রকল্প ব্যবস্থাপক, এনজিও


১০৭। মাশফিক মিজান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১০৮। রাজীব কুমার দাস, শিক্ষার্থী, সাউথ এশিয়া ইউনিভার্সিটি, নয়া দিল্লী


১০৯। ফেরদৌস আহসান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১১০। ফরিদ উদ্দিন, মার্কেটিং প্রধান, এভারগ্রীন নিটওয়্যার


১১১। মনীষা চক্রবর্তী, সদস্য সচিব, বাসদ, বরিশাল জেলা শাখা


১১২। হাসিবুল আলম, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১১৩। আলাউদ্দিন, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


১১৪। মাকসুদুর রহমান কাউন্সিলর, সিজেকেএস


১১৫। তাসবিবুল গনি নিলয়, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ


১১৬। ইয়াসির আরাফাত বর্ণ, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১১৭। রিয়া, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১১৮। মিশকাত মহিউদ্দিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১১৯। ওমর তারেক চৌধুরী, স্বনিয়োজিত, লেখক-অনুবাদক


১২০। অনুভব জয়াস, শিক্ষার্থী, লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ


১২১। লামিয়া নওরীন, শিক্ষার্থী, ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ


১২২। মশিউর রহমান, শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়


১২৩। পার্থ সারথী তালুকদার, উপসহকারী প্রকৌশলী, স্কয়্যার ফার্মাসিউটিক্যালস


১২৪। রায়হান, প্রকৌশলী, বুয়েট


১২৫। সাদিয়া মেহ্জাবিন তিস্তা, শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়


১২৬। রবিউল করিম নান্টু, স্বত্তাধিকারী, আদনান ইন্টারন্যাশনাল


১২৭। এম এইচ ববি


১২৮। এমডি আলী, গাড়ীর শো রুমে বিক্রয় কর্মী


১২৯। সাইফুল আলম, সিনিয়র পানিসম্পদ বিশেষজ্ঞ, ইন্সটিটিউট অফ অয়াটার মডেলিং


১৩০। জ্যোতির্ময় চক্রবর্তী, সদস্য, ঢাকা মহানগর, বাংলাদেশ যুব ইউনিয়ন


১৩১। সিল্কী, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৩২। মোঃনূরনবী, মাঠ কর্মী, বুরো বাংলাদেশ


১৩৩। দীউতী তাস্নূভা রিফাত, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৩৪। সাইফুজ্জামান সাকন, প্রাক্তন সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট


১৩৫। মাহির শাহরিয়ার রেজা, ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


১৩৬। খন্দকার শওকত, স্বত্তাধিকারী, খন্দকার ইন্টারন্যাশনাল


১৩৭। অরুণিমা তাহসিন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৩৮। আইনুল হক, উত্তরা, ঢাকা


১৩৯। রাফিদ আজাদ সৌমিক, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়


১৪০। হান্না শামস আহমেদ, পিএইচ ডি গবেষক, ইয়র্ক বিশ্ববিদ্যালয়


১৪১। মাহমুদুল হুসাইন ইশাদী, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৪২। মীর রুম্মান ওয়ালি, নগরিক


১৪৩। খালেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৪৪। মোশারফ হোসেইন, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৪৫। চৌধুরী তানভির লাবিব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৪৬। আবদুল্লাহ আল মামুন, অফিস ইনচার্জ, কবির পাবলিকেশন্স


১৪৭। আহমেদুর রশীদ চৌধুরী, সম্পাদক ও প্রকাশক, শুদ্ধস্বর


১৪৮। প্রীতম তালুকদার, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৪৯। মাহমুদা খাঁ, সাবেক ডব্লিউপিই ব্যবস্থাপক, আই আর সি


১৫০। রাহাত মুস্তাফিজ, লেখক, ব্লগার, অনলাইন একটিভিস্ট, নরওয়ে প্রবাসী


১৫১। আনসূয়া চক্রবর্তী, শিক্ষার্থী


১৫২। এমডি আবু রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৫৩। শিবলুল হক শোভন, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৫৪। ফাত্তাহ আমিন চৌধুরী সিয়াম, সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


১৫৫। সুশান্ত কুমার পাল, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৫৬। মাহা মির্জা, গবেষক


১৫৭। সলিমুল্লাহ, প্রভাষক, ঈদ্গাহ কলেজ


১৫৮। তারেক আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৫৯। তায়েবা জামান, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৬০। ইয়াসিন আলি, শিক্ষার্থী এনএস কলেজ, নাটোর


১৬১। সালমান মাহফুজ, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৬২। মঞ্জুর হোসেন, সারা গ্রুপ হোল্ডিং


১৬৩। কেএম মুত্তাকী, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ


১৬৪। রাজেকুজ্জামান রতন, সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল


১৬৫। নিশাত তাসনিম, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৬৬। মোঃ ফোরকান, সহকারী শিক্ষক, চরবস্তী বায়তুর রসুল তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা


১৬৭। রেফাত হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ, ডেল্টা ক্যাপিটাল


১৬৮। লুবনা সুলতানা, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


১৬৯। মো: আমিনুল হক, জেষ্ঠ্য প্রযোজক, দীপ্ত টেলিভিশন


১৭০। মোদাচ্ছের হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, শ্রমজীবী সংঘ


১৭১। সাইফুল শামীম, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৭২। ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী, সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ


১৭৩। সৈয়দ তাউহিদুল হক নাদীম, কাঠকয়লা রেস্টুরেন্ট, চট্টগ্রাম


১৭৪। শ্যামজিত পাল, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৭৫। ফয়সাল সাইফ, সহকারী পরিচালক, ফয়সাল মটরস


১৭৬। সাঈদ ফেরদৌস, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৭৭। এমরানুল ইসলাম, এমপিও, জেনারেলফার্মাসিউটিক্যালস


১৭৮। মেহজাবিন হোসেন/ Mehjabeen Hossain, পিএইচডি শিক্ষার্থী/ PhD student, ইউনিভার্সিটি অফ মিসিসিপি


১৭৯। সুস্মিতা পৃথা, উপসম্পাদক, ডেইলি স্টার


১৮০। ফাহমিদুল হক, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


১৮১। সৈয়দ এবিএম আফফান, শিক্ষার্থী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়


১৮২। জান্নাতুল ইসলাম, নাগরিক


১৮৩। তাহসীন মল্লিক, সদস্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


১৮৪। জাকির হোসেন রাজু, অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ


১৮৫। কল্লোল মোস্তফা, সর্বজনকথা


১৮৬। রায়হান রাইন, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৮৭। সুমাইয়া বিনতে সেলিম, সাধারণ সদস্য, রাষ্ট্রচিন্তা


১৮৮। এটিডি এঞ্জেল, সাধারণ সম্পাদক, চৌপাশ নাট্যাঞ্চল


১৮৯। সাজ্জাদ সুমন, ফ্রি ল্যান্সার, সংগঠন নাই


১৯০। কল্যাণ ওয়াদ্দার, এস এফ সি, আরবি


১৯১। মনিষী রায়, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৯২। মনিরুল ইসলাম মনি, মহাপরিচালক, ষড়জ সাংস্কৃতিক অঙ্গন


১৯৩। এম.আর.লিটন, সাবেক সভাপতি, মানিকগঞ্জ জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


১৯৪। Mohamnad Mahbubul Alam, CEO, Mahbub Trade and Engineering


১৯৫। Shovon Rahman, Promotion and Publication secretary, Central Committee, Socialist Students'


Front


১৯৬। নাফিসা তানজীম, সহকারী অধ্যাপক, গ্লোবাল স্টাডিজ অ্যান্ড উইমেন্স, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ, লেযলি


ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র


১৯৭। ইমরান ইমন, সদস্য, রাষ্ট্রচিন্তা


১৯৮। সুদীপ্ত দে, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


১৯৯। মইন উদ্দিন হিলালী তৌহিদ, শিক্ষার্থী, সাউথয়েস্ট পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়


২০০। সহুল আহমদ, সদস্য, রাষ্ট্রচিন্তা


২০১। মোঃ মোরশেদ উদ্দিন, এক্সিকিউটিভ অফিসার, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড


২০২। সাদাফ নূর, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


২০৩। সায়মা লুবনা, শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়


২০৪। বিথী সপ্তর্ষি, স্টাফ রিপোর্টার, গাজি টিভি


২০৫। আরিফ রেজা মাহমুদ, সদস্য, অরাজ নেটওয়ার্ক


২০৬। আরিফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, নন্দিত বাংলা


২০৭। শ্যামশ্রী দাস, প্রকল্প ব্যাবস্থাপক, ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন


২০৮। মোঃ সুমন, ব্যাবসায়ি, কুমিল্লা


২০৯। দিল্লুর রহমান, শিক্ষার্থী, কুড়িগ্রাম সরকারি কলেজ


২১০। ফাইয়ায, কর্মচারী, চাকরি


২১১। আব্দুল করিম, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়


২১২। উলুল অন্তর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


২১৩। সোহান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


২১৪। এমডি বোরহান, শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ


২১৫। ওয়াকিলুর রহমান, শিল্পী


২১৬। আরিফুজ্জামান খান, ডেপুটি ম্যানেজার, প্রাণ-আরএফএল গ্রুপ


২১৭। আরিফুল ইসলাম, আমুর ইলেক্ট্রিনিক্স


২১৮। আরিফুর রহমান, গবেষক


২১৯। ফাতেমা বেগম, ফাইন্যান্সিয়াল উপদেষ্টা


২২০। ফারজানা ইয়াসমিন, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়


২২১। ইরতিশাদ আহমদ, ইমেরিটাস প্রফেসর, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


২২২। মো আহাদ আলী শেখ, পুষ্টি ব্যবস্থাপক, বেবি নিউট্রিউশন লিমিটেড


২২৩। মো. মুসা মিয়া,


২২৪। শাওমেন চৌধুরী, লজিস্টিক অফিসার, আর বি


২২৫। মালিহা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়


২২৬। মিজানুর রহমান, নাগরিক


২২৭। মারজিয়া হাসান প্রভা, প্রকল্প কর্মকর্তা, প্রাগ্রসর


২২৮। অনিক রায়, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন


২২৯। মিজান ইউ রশিদ, এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিল


২৩০। ফরিদুল হক, সদস্য, রাষ্ট্রচিন্তা


২৩১। অপূর্ব ইসলাম, ব‍্যাবসায়ী, সময় উপোযোগী বাস্তব প্রস্তাব।


২৩২। ফাইয়াজ ফিরোজ, সিনিয়র কেস হ্যান্ডলার, ব্যুরো ভেরিটাস


২৩৩। শিফাত শাহরিয়ার প্রিয়ান, শিক্ষার্থী, জাককানইবি


২৩৪। শেখ তাসনিম আফরোজ ইমি, আহ্বায়ক, স্বতন্ত্র জোট


২৩৫। মোশফেক আরা, সমন্বয়ক, সাঙ্গগাত - এ ফেমিনিস্ট নেটয়ার্ক


২৩৬। Zunaid Almamun, Graduate Student, Illinois State University


২৩৭। Mamun Hasan, Senior Animator, Sspark


২৩৮। Shapan Adnan, Professorial Research Associate, SOAS, University of London


২৩৯। মুহিব হাসান মাহি, সেলস এক্সিকিউটিভ, মুন ট্রাভেলস


২৪০। Maidul Islam, সহকারী অধ্যাপক, University of Chittagong


২৪১। রাহুল ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়


২৪২। Rozyna Begum, Researcher, DRIK


২৪৩। Abid Nayem, CREATIVE HEAD, AQUAHOLIC TOURIST CARAVAN


২৪৪। আবদুল্লাহ মাহফুজ অভি, সংবাদ কর্মী ও নির্মাতা, বাঙ্গাল মিডিয়া ইন্টারন্যাশনাল


২৪৫। ফেরদৌস আহমেদ ‍উজ্জল, সাবেক সভাপতি / সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন / পরিবেশ বার্তা


২৪৬। রবিউল হাসান পলাশ, আইনজীবী


২৪৭। Arefin Noman, Program Officer


২৪৮। Masurah Ahmed Suchi, শিক্ষার্থী


২৪৯। সাকির ইব্রাহীম মাটি, পরিচালক


২৫০। মৌরী সিদ্দিকা, স্টাফ রিপোর্টার


২৫১। জি এইচ হাবীব, শিক্ষক, অনুবাদক, ভারপ্রাপ্ত সভাপতি (বাংলাদেশ লেখক ঐক্য)


২৫২। ফারজানা আওলাদ মৃদুলা, শিক্ষার্থী


২৫৩। কাবেরী গায়েন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়


২৫৪। সুমি রেক্সনা, এক্টিভিস্ট


২৫৫। রাশেদ শাহরিয়ার, সাধারণ সম্পাদক


২৫৬। ইমতিয়ার শামীম, লেখালেখি করি


২৫৭। সবুজ সরকার, থিয়েটার কর্মী


২৫৮। কামাল হোসেন, শিক্ষার্থী


২৫৯। তানিয়াহ মাহমুদা তিন্নি, প্রভাষক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়


২৬০। দিলীপ রায়, সাধারণ সম্পাদক, বিপ্লবী ছাত্র মৈত্রী


২৬১। ইকবাল কবীর, সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী


২৬২। অনিক সরকার, ছাত্র


২৬৩। আবু নাসের অনীক, সাধারণ সম্পাদক, জাতীয় যুব পরিষদ


২৬৪। মাসউদ ইমরান মান্নু, অধ‍্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ‍্যালয়, সাভার, ঢাকা।


২৬৫। নিল, বর্মন


২৬৬। সৌভিক রেজা, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়


২৬৭। এমডি সাব্বির হোসেইন, সহকারী অধ্যাপক, অর্থনীতি নিভাগ, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


২৬৮। মিজানুর, বিপ্লবী ছাত্র মৈত্রী


২৬৯। সাবাহ্তুন নাহার শুভা, ছাত্র


২৭০। জাবির আহমেদ জুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়


২৭১। ঋতু সাত্তার, শিল্পী


২৭২। মেহেদী হাসান, শিক্ষক


২৭৩। হেমায়েত কবির, আহ্বায়ক, বিপ্লবী ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয়


২৭৪। কাওসার আহমেদ, শিক্ষার্থী


২৭৫। র্বকিন আবসার অর্নব, সভাপতি, বিপ্লবী ছাত্র মৈত্রী (ঢাকা মহানগর)


২৭৬। শামীম ইমাম, কেন্দ্রীয় আহ্বায়ক, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন


২৭৭। আহমেদ তালাত তাহজীব, রাজনৈতিক কর্মী(cpb)


২৭৮। বশীর আহমেদ, শিক্ষার্থী


২৭৯। সুব্রত পাল, চলচ্চিত্র নির্মাতা


২৮০। খুশী কবির, সমাজ সংগঠক


২৮১। আলী মো. আবু নাঈম, সভাপতি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার


২৮২। মাসুদ পারভেজ, আইটি ব্যবস্থাপক


২৮৩। সজিব তুষার, কবি


২৮৪। শাহাবুদ্দিন সিহাব, সাবেক শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়


২৮৫। সায়েদা চৌধুরী, শিক্ষার্থী


২৮৬। মোঃ শেখ সিয়াম, ছাত্র


২৮৭। বনানী চক্রবর্তী, শিশু রোগ বিশেষজ্ঞ


২৮৮। অনুপ কুন্ডু, সদস্য, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ঢাকা নগর কমিটি


২৮৯। অজিত দাস, সাংগঠনিক সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি


২৯০। ফাহমিদ, শিক্ষার্থী


২৯১। শফিউল আলম খান প্রিন্স, নাগরিক


২৯২। সুবিনয় রায় শুভ, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদ


২৯৩। তন্বী তরুনিমা চৈতী


২৯৪। সেলীম আহমেদ, উদ্যোক্তা


২৯৫। রোকসানা খানম, চাকুরীজীবী


২৯৬। ফয়সাল, শিক্ষার্থী


২৯৭। মাহদী হাসান, প্রকৌশলী


২৯৮। জাকারিয়া হোসাইন, বিপ্লবী ছাত্র মৈত্রী


২৯৯। নকিব আল মাহমুদ অর্ণব, শিক্ষার্থী


৩০০। ম জাকারিয়া, উন্নয়ন উপদেষ্টা


৩০১। মো ইমদাদুল হক খান, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ মিসিসিপি, যুক্তরাষ্ট্র


৩০২। মোহাম্মদ সাজেদুর রহমান, সাধারণজনগণ


৩০৩। ইকরামুল হক, ছাত্র


৩০৪। রিয়াজ খান, উদ্যোক্তা


৩০৫। পৃথী নাফিসা, শিক্ষার্থী


৩০৬। মাইনুল ইসলাম, শিক্ষক


৩০৭। রায়হান আনসারী, আয়কর আইনজীবী


৩০৮। মোস্তফা ফারুক, সমন্বয়ক, জাতীয় কমিটি ইউরোপীয় শাখা


৩০৯। মাহরুখ মহিউদ্দিন, এডজাঙ্কট অধ্যাপক


৩১০। রাফিদ, ব্যাবসায়ী


৩১১। তাহসিনা ফেরদৌস রিনিয়া, শিক্ষিকা


৩১২। নাজির আমিন চৌধুরী, শিক্ষার্থী


৩১৩। এবিএম মনিরুজ্জামান, সমন্বয়ক


৩১৪। নুর নবী দুলাল, মানবাধিকার কর্মী, ব্লগার ও এক্টিভিস্ট


৩১৫। কামাল চৌধুরী, সহযোগী অধ্যাপক, ক্লিনিকাল সাইকোলজী, ঢাকা বিশ্ববিদ্যালয়


৩১৬। নাসরিন আকতার সুমি, নাই


৩১৭। গাজী তারেক, অনাবাসী বাংলাদেশী


৩১৮। সৈয়দ আবুল হাসান, সিনিয়র লেকচারার (অর্থনীতি), মেসি ইউনিভার্সিটি, নিউজিলান্ড


৩১৯। মো হারুন-অর-রশিদ, অধ্যাপক মেডিসি, ঢাকা কমিউনিটি মেডিকেলকলেজ


৩২০। সাদমান সাকিব, লেখক, অনুবাদক ও অ্যাক্টিভিস্ট


৩২১। মাজহারুল ইসলাম খান, একাউন্টস অফিসার


৩২২। তাহসিন মাহমুদ, সম্পাদক, রোর বাংলা


৩২৩। বাধন অধিকারী, সহঃ বার্তা সম্পাদক, বাংলা ট্রিবিউন


৩২৪। মাশুক হেলাল অনিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার


৩২৫। মেহের নিগার, সহকারী অধ্যাপক


৩২৬। মোশাহিদা সুলতানা, সহযোগী অধ্যাপক


৩২৭। মোহাম্মদ মহসীন, শিক্ষক, নবারুণ আইডিয়াল হাইস্কুল


৩২৮। ডা আজিজুল করিম, মেডিকেল ডাক্তার, fellow, royal australian college of general practice, GP, Australia, Melbourne


৩২৯। গোপাল মজুমদার, এসইও কন্টেন্ট স্পেশালিস্ট, ডোমইনো বিল্ডার্স লিমিটেড


৩৩০। মোঃমতিউর রহমান, লিগ্যাল এইড অফিসার(পিপিজে প্রজেক্ট) দেবীগঞ্জ, পঞ্চগড়।, আরডিআরএস- বাংলাদেশ


৩৩১। নাজনীন আনোয়ার, জনস্বাস্থ্য ও স্নায়ুরোগ গবেষক, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া


৩৩২। সেখ নাসির আহমেদ, মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইনফরমেশন সেন্টার


৩৩৩। নাজনীন শিফা, পি এইচ ডি গবেষক, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়


৩৩৪। মহিদুল ইসলাম দাউদ, সংগঠক #FightForRights অনলাইন ফ্লাটফর্ম। ছাত্র, মাইজদী পাবলিক কলেজ #FightForRights


৩৩৫। শিল্পী বড়ুয়া, শিক্ষক, জা বি স্কুল ও কলেজ, জাঃ বিঃ স্কুল ও কলেজ।


৩৩৬। জগজ্জীবন, সমন্বয়ক, কথক খুলনা


৩৩৭। আ-আল মামুন, শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়


৩৩৮। মোরশেদ জাহান মিথুন, গবেষক, এন এইচ কে ওয়ার্ল্ড


৩৩৯। সাঈদ হুসেন, বেবসা


৩৪০। সুজিত চৌধুরী, অর্থনীতিবিদ, বিবিএফ


৩৪১। মোঃ শফিকুল ইসলাম, ছাত্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট


৩৪২। জোবায়ের আল মুহাইমিন, ছাত্র, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ


৩৪৩। লাবণী মণ্ডল, বিপ্লবী শ্রমিক আন্দোলন, সহ আহ্বায়ক, বিপ্লবী শ্রমিক আন্দোলন, সহ আহ্বায়ক


বিবার্তা/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com