শিরোনাম
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ০২ জুন ২০২০, ১৯:২৩
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন মানুষ।আর প্রণঘাতী এ ভাইরাসে মারা গেছে ৭০৯ জন।মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন।


আক্রান্তের দিক থেকে সপ্তম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান ৭৬ হাজারে বেশি করোনা আক্রান্ত নিয়ে ১৮তম স্থানে রয়েছে। আর বাংলাদেশের অবস্থান ২১তম।


এদিকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৫৫২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭১ হাজার ৬৬১ জনে দাঁড়িয়েছে।


ক্ষতিগ্রস্ত দেশগুলো মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এক লাখ ৬ হাজার ৯২৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৯ হাজার ৪০৫ জনে। দেশটির নিউইয়র্ক রাজ্যে এখনো পর্যন্ত ২৯ হাজার ৯৮৮ জন মারা গেছেন।


যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৫ লাখ ২৯ হাজার ৪০৫ জন আক্রান্ত হয়েছে। মহামারি এই ভাইরাসে দেশটিতে প্রাণহানি ঘটেছে ৩০ হাজার ৪৬ জনের।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com