শিরোনাম
ধেয়ে আসছে ঝড়সহ হারিকেন
প্রকাশ : ৩১ মে ২০২০, ১৪:০৩
ধেয়ে আসছে ঝড়সহ হারিকেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আটলান্টিক সংলগ্ন অঞ্চলে প্রায় ১৩ থেকে ১৯টি নতুন ঝড় তৈরি হচ্ছে। দ্য সান ও ইউএসএ টুডের প্রতিবেদনে এই তথ্য পাওযা গেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশানাল ওসিয়ান অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার এডমিনিস্ট্রেশন (এনওএএ)।


এনওএএ জানায়, এই ঝড়ের মধ্যে রয়েছে বেশ কয়েকটি ঘূর্ণি ঝড়ও। ওই ঝড়গুলির গতিবেগ ঘণ্টায় ৩৯ মাইল বা তার বেশিও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ওই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৭৪ মাইলে পৌঁছানোর পরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


৬-১০টি ঝড়ের মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেও জানানো হয়েছে। পাশপাশি হাওয়ার গতিবেগ সেক্ষেত্রে ঘণ্টায় ১১১ মাইল (১৭৮ কিলোমিটার) বা তার বেশি হতে পারে বলে জানানো হয়েছে।


এছাড়াও আবহাওয়ার আরো বেশ কিছু পরিবর্তনের বিষয়ে জানান ওই সংস্থার এক কর্মকর্তা। শুধুমাত্র আটলান্টিকই নয় তারই সঙ্গে ক্যারিবিয়ান সমুদ্র সংলগ্ন এলাকাতেও ঝড় হতে পারে বলেও জানান অনেকে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com