শিরোনাম
বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করেছে তুরস্কসহ ৭ দেশ
প্রকাশ : ২৯ মে ২০২০, ১৭:৩৬
বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করেছে তুরস্কসহ ৭ দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে ৭টি দেশ। দেশগুলো হল- তুরস্ক, ইরান, ফিলিস্তিন, নেপাল, মালদ্বীপ, বসনিয়া, হার্জেগোভিনার এবং সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় এসব দেশের পররাষ্ট্রমন্ত্রী এই একাত্মতা প্রকাশের কথা জানান।


বার্তায় করোনা মহামারী থেকে ইসলামীবিশ্বসহ সমগ্র মানবজাতির মুক্তি কামনা করা হয়। এছাড়া বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এসব দেশের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সু-স্বাস্থ্য কামনা করা হয়।


এছাড়া সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে এক শোকবার্তা পাঠিয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহিদ। এতে তিনি আম্পান মোকাবেলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com