শিরোনাম
করোনা আতঙ্কের মধ্যে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৩২
করোনা আতঙ্কের মধ্যে আবহাওয়া অফিসের দুঃসংবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এপ্রিলে পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রির বেশি তাপমাত্রা) এবং অন্যত্র ১ থেকে ২ টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি তাপমাত্রা)/মাঝারী (৩৮-৪০ ডিগ্রি তাপমাত্রা) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বর্তমানে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


রবিবার (৫এপ্রিল) রাতে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দেয়া হয়েছে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।


এ মাসে দেশের উত্তর, উত্তর -পশ্চিম ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি /তীব্র কালবৈশাখি ঝড় এবং দেশের অন্যত্র চার থেকে ছয় দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বজ্রঝড় দেখা দিচ্ছে।


অন্যদিকে এপ্রিলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।


এছাড়া কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার হবে এবং গড় উজ্জ্বল সূর্য কিরণ কাল থাকবে ৭ থেকে ৮ ঘণ্টা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com