শিরোনাম
কর্মহীনদের তালিকা তৈরি করে ত্রাণ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ২০:২৮
কর্মহীনদের তালিকা তৈরি করে ত্রাণ দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার কারণে শহর-গ্রামে খাদ্য সমস্যায় থাকা কর্মহীনদের তালিকা তৈরি করে তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রবিবার (৩০ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল স্বাক্ষরিত এই নির্দেশনা সংক্রান্ত চিঠি সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, সারাদেশে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডভিত্তিক, কৃষিশ্রমিকসহ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা দিতে হবে। পাশাপাশি উপার্জনহীন হয়ে পড়া ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও চায়ের দোকানদারদের মাঝে ত্রাণবিতরণেরও নির্দেশ দেয়া হয়েছে।


এছাড়া, স্থানীয় পর্যায়ে বিত্তশালী ব্যক্তি, সংগঠন, এনজিও কোনো খাদ্য সহায়তা দিলে জেলা প্রশাসকরা নিজেদের তৈরি করা তালিকার সঙ্গে সমন্বয় করবেন। যেন দ্বৈততা এড়িয়ে যাওয়া যায়। পাশাপাশি কোনো কর্মহীন মানুষ যেন বাদ না পড়ে সে দিকে খেয়াল রাখা এবং সামগ্রিকভাবে সমন্বিত কার্যক্রম এ মুহূর্তে অত্যন্ত জরুরি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।সূত্র: বাসস


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com