শিরোনাম
চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৫:৫৪
চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সাধারণ রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকরা চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেয়ার বিষয় নজরে এলে তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রাইভেট হাসপাতাল এবং চিকিৎসকরা যেন তাদের নিয়মিত কাজ বহাল রাখেন। তারা যেন তাদের দায়িত্ব থেকে পিছপা না হন।


সাধারণ রোগীরা জ্বর, সর্দি বা অন্য কোনো রোগ নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হলে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে না বলে দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে।


এরইমধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসার জন্য রাজধানীতে ১৬ ঘণ্টা ধরে ছয়টি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন।


বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করে বলা হয়, এই বিপদের মুহূর্তে বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের দায়িত্ব জ্ঞানহীন আচরণে সবাই ক্ষুব্ধ। চিকিৎসকদের হাত গুটিয়ে বসে থাকা কারো জন্যই কাম্য নয় বলে মনে করছেন সাধারণ মানুষ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com