শিরোনাম
মার্কিন নাগরিক-কূটনীতিকরা ঢাকা ছাড়ছেন কাল
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১৯:১৯
মার্কিন নাগরিক-কূটনীতিকরা ঢাকা ছাড়ছেন কাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিন নাগরিক ও কূটনীতিকদের একটি অংশ চার্টার্ড ফ্লাইটে করে সোমবার (৩০ মার্চ) ঢাকা ছাড়বেন।


রবিবার (২৯ মার্চ) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।


এদিকে ভার্চুয়াল ব্রিফিংয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, আমরা নাগরিকদের বিমানবন্দরে আগে যেতে বলেছি কারণ আমাদের নিজস্ব কিছু পেপারওয়ার্ক এবং মেডিক্যাল চেক-আপ আছে। এছাড়া বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কারও যদি জ্বর থাকে, তবে বিমানবন্দরে প্রবেশের সুযোগ থাকে না।


যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনাভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে এবং সেই তুলনায় বাংলাদেশে এর প্রকোপ কম এবং এই প্রেক্ষিতে কেন মার্কিন নাগরিকরা দেশে ফেরত যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এটি সবার ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন সরকার কাউকে জোর করছে না। একেকজনের পরিস্থিতি একেকরকম। যারা পর্যটক এবং যাদের এখানে পরিবার নেই তারা তাদের পরিবারের কাছে ফেরত যেতে চাইবেন। আবার কূটনীতিক যারা যাচ্ছেন, তারাও তাদের পরিবারের কারণে যাচ্ছেন।


তিনি আরো বলেন, দূতাবাসের কার্যক্রমে কোনও ব্যাঘাত ঘটবে না। আমরা নিয়মিত ভিসা সেবা স্থগিত করেছি, কিন্তু জরুরি সেবা অব্যাহত আছে। এছাড়া বাংলাদেশে অবস্থিত মার্কিন নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বের ২৮টি দেশ থেকে ১০ হাজারেরও বেশি মার্কিন নাগরিককে দেশে ফেরত নিয়ে গেছি এবং এটি শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com