শিরোনাম
করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যের
প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২২:০৮
করোনা মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাজ্যের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী (বিদেশ ও কনমওয়েলথ বিষয়ক) লর্ড আহমেদ অব উইম্বলডন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে করোনাভাইরাস প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আওতায় আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, ‘লর্ড আহমেদ যিনি একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌন সহিংসতা প্রতিরোধ বিষয়ক বিশেষ প্রতিনিধিও শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এই সহায়তা প্রদানের প্রস্তাব দেন।’


প্রেস সচিব বলেন, টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের মন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন।


প্রধানমন্ত্রী এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, প্রিন্স চার্লস এবং স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, কেননা তারা ইতোপূর্বে করোনা সংক্রমিত হন।


‘প্রধানমন্ত্রী তাদের দ্রুত আরোগ্য কামনা করেন’, যোগ করেন প্রেস সচিব।


প্রধানমন্ত্রী এ সময় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তাররোধে ব্রিটিশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেন।


তিনি এ সময় করোনাভাইরাস প্রতিরোধে তার সরকরের পদক্ষেপ সম্পর্কে ব্রিটিশ মন্ত্রীকে অবহিত করেন।


‘আমরা এই বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী,’বলেন প্রধানমন্ত্রী।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com