শিরোনাম
করোনা আতঙ্কে ঢাকা ছাড়ছেন দূতাবাস কর্মকর্তারা
প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ০৮:৪৯
করোনা আতঙ্কে ঢাকা ছাড়ছেন দূতাবাস কর্মকর্তারা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতে ঢাকা ছাড়তে চাচ্ছেন বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা। কয়েকটি দেশের দূতাবাস কর্তারা নিজ দেশের বিশেষ ফ্লাইটে ফিরতে চাচ্ছেন। তাদের দেশে ফেরার বিষয়ে বাংলাদশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২০ জনের।


এছাড়া স্পেনে মৃত্যু হয়েছে ২ হাজার ৮০০ জনের। ফ্রান্সে প্রাণ গেছে ৮৬০ জনের। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৭০ হাজার মানুষ।


এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজারে। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫০ জনের। চিকিৎসা নিয়ে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষ সুস্থ হয়েছেন। এ রোগ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। করোনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও চরম আতঙ্ক বিরাজ করছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com