শিরোনাম
বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে: পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৭:১৪
বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে: পরিকল্পনামন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুগান্তকারী সফলতা অর্জন করেছে। দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সূচকে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে।


শুক্রবার নয়া দিল্লীতে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম (ডব্লিওইএফ) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শ্রীলংকার প্রধানমন্ত্রী এ সম্মেলনের উদ্বোধন করেন।


পরিকল্পনা মন্ত্রী বলেন, নিজেদের আওতায় থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশসমূহকে নিজেদের মধ্যে ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। আকর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন এবং বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী কাজে লাগিয়ে লাভবান হওয়ার জন্য দক্ষিণ এশিয়া খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল।


ফলপ্রসূ একটি একিভূত আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।


পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের মধ্যে হাইড্রো–ইলেকট্রিক ক্ষেত্রে সুদৃঢ় সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে দেশসমূহের লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে সমন্বিতভাবে তাদের আয়ত্ত্বে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।


সম্মেলনে মন্ত্রী, পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং মিডিয়া ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন ।


আ হ ম মুস্তফা কামাল সম্মেলনের সাইড লাইনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া আইয়গ (Aayog) এর ভাইস চেয়ারম্যান অরবিন্দপানগারিয়া (ArvindPanagaria) এর সাথে বৈঠক করেন । বৈঠকে তারা বাংলাদশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে অর্থ-বাণিজ্যখাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


উল্লেখ্য, ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম পাবলিক প্রাইভেট সহযোগিতার একটি আন্তর্জাতিক ফোরাম।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com