শিরোনাম
কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১৬:৪৭
কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশে এখন পর্যন্ত ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আরো ৬২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।


সোমবার (২৩ মার্চ) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে ব্রিফ করছে আইইডিসিআর।


৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন ঢাকায়। এরপরই আছে মাদারীপুর।


জেলাভিত্তিক বিশ্লেষণ- ঢাকা (ঢাকা শহর)- ১৫ জন, মাদারীপুর- ১০, নারায়ণগঞ্জ-৩, গাইবান্ধায়-২, কুমিল্লা-১, গাজীপুর-১ এবং চুয়াডাঙ্গায় ১।


শনাক্ত হওয়া ৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ১৩ জন। এদের মধ্যে ইতালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, বাহরাইন থেকে ১ জন, ভারত থেকে ১ জন এবং কুয়েত থেকে ১ জন। বাকি ২০ জনই এদের মধ্যমে কোনো না কোনোভাবে সংক্রমিত হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com