শিরোনাম
দেয়াল টপকিয়ে পালাচ্ছে বিদেশ ফেরতরা: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১৫:৪২
দেয়াল টপকিয়ে পালাচ্ছে বিদেশ ফেরতরা: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যারা বিদেশ থেকে আসছেন তারা দেয়াল টপকিয়ে পর্যন্ত পালাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


সোমবার (২৩ মার্চ) দেশে করোনার সর্বশেষ পরিস্থিতি জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, তারা কেন এটা করছে জানি না। কোয়ারেন্টিন খুব জরুরি। তারা এটা মেনে চললে আরো ১০ জন আক্রান্ত হবে না। আপনারা যদি কোয়ারেন্টিনে থাকেন তাহলে আপনাদের পরিবারকেও আমরা রক্ষা করতে পারবো। রোগ নির্ণয় সহজ হবে।


বিদেশ থেকে এখনো ফ্লাইট আসার বিষয়ে মন্ত্রী বলেন, যে দু’একটি ফ্লাইট চালু রয়েছে আগামীতে সেগুলোও হয়তো বন্ধ করা হবে। তখন আর একজনও আক্রান্ত ব্যক্তি দেশে ঢুকতে পারবে না।


মন্ত্রী বলেন, দেশকে, দেশের মানুষকে আপনারা ঝুঁকিতে ফেলবেন না। ইরান,কাতার, সৌদি আরব ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করলেও আমাদের কিন্তু বন্ধ হয়নি। আমরা সীমিত করতে বলছি সেটাও হচ্ছে না। আপনারা স্কুল-কলেজ ছুটির আবেদন জানিয়ে ছিলেন, বন্ধ ঘোষণার পর দেখা গেলো কক্সবাজার বীচ লোকে লোকারণ্য। এজন্য তো বন্ধ করা হচ্ছিলো না। আমাদের নিজেদের সচেতন হতে হবে আগে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com