শিরোনাম
করোনা আতঙ্কে নতুন পাসপোর্টের কার্যক্রম বন্ধ
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১১:৫৪
করোনা আতঙ্কে নতুন পাসপোর্টের কার্যক্রম বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনা সংক্রমণ ঠেকাতে পাসপোর্টের বায়োমেট্রিক নেয়া বন্ধ ঘোষণা করেছে পাসপোর্ট অধিদফতর। ফলে সব ধরনের নতুন পাসপোর্ট কার্যক্রম বন্ধ হয়ে গেল।


সোমবার (২৩ মার্চ) সকালে পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে এ ঘোষণা আসে।


এর আগে রবিবার সন্ধ্যার পর দেশের সব শপিংমল ও সুপার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। মহামারি করোনা সংক্রমণরোধে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত এসব স্থান বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এই সময়ের মধ‌্যে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। বিবৃতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সমিতির নেতারা।


এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির ঘোষণা বন্ধের তালিকায় ‘সুপার শপ’ (চেইন শপ) থাকলেও এ সংশ্লিষ্ট সংগঠন বলছে, সুপারশপ খোলা থাকবে। তবে জনস্বার্থে সরকার যদি সব দোকান বন্ধের নির্দেশনা দেয়, তাহলে সেটি মেনে নেয়া হবে।


উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ১৮ মার্চ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক বৃদ্ধের মৃত্যুর খবর দেয় আইইডিসিআর। এরপর গত শনিবার (২১ মার্চ) মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে জরুরি সংবাদ সম্মেলনে আরেকজনের মৃত্যুর খবর দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনায় এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২৭ জন।


এদিকে গতকাল রবিবার (২২ মার্চ) রাত ১০টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়। আজ সোমবার সকালে এ খবর জানান উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ।


আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক করোনায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সে জন্য তার নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com