শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ০৭:৫৮
ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট নাজেহাল পরিস্থিতিতে আগামী বুধবার (২৫ মার্চ) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-কক্সবাজার রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।


সোমবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।


এছাড়াও ওইদিন থেকে ঢাকা-সিলেটের ২টি ফ্লাইট বিজি ৬০১, ৬০২ এবং ২৯ মার্চের বিজি ৪০১, ৪০১ ফ্লাইট বাতিল করা হয়েছে।


২৬ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী এবং ঢাকা-সৈয়দপুরের সব ফ্লাইট। অপর দিকে ২৭ মার্চ থেকে বন্ধ হচ্ছে ঢাকা-বরিশালের সব ফ্লাইট। এই নিষেধাজ্ঞাও ৩১ মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।


বিমানের এমডি মোকাব্বির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com