শিরোনাম
সীমান্তে হত্যার ৯৫ ভাগই গরু চোরাচালানের কারণে: বিজিবি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১৫:৪৭
সীমান্তে হত্যার ৯৫ ভাগই গরু চোরাচালানের কারণে: বিজিবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সীমান্তে বাংলাদেশী হত্যার ৯৫ ভাগই গরু চোরাচালানের কারণে ঘটে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।


শুক্রবার সকালে বিজিবি সদর দফতরে সীমান্ত সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।


বিজিবি মহাপরিচালক বলেন, ভারতের সঙ্গে সীমান্তে বাংলাদেশী হত্যার ৯৫ ভাগই গরু চোরাচালানের কারণে ঘটে। এর সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালানের বিষয়টিও জড়িত। তাই গরু চোরাচালান রোধ করা গেলে সীমান্তে বাংলাদেশী হত্যা কমিয়ে আনার বিষয়টি আরও কার্যকর করা সম্ভব হবে।


তিনি আরো বলেন, গরু যেহেতু ভারত থেকে আসে, তাই এই চোরাচালান বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভূমিকা মুখ্য।


মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, গরু চোরাচালানের সাথে সম্পৃক্ত সিন্ডিকেটই সীমান্তের যাবতীয় অপকর্মের উৎস। তাই পশু চোরাকারবারী চক্রকে নির্মূল করা গেলে সীমান্ত হত্যাও বন্ধ হবে।


বিজিবি মহাপরিচালক জানান, বিএসএফের সাথে অনুষ্ঠিত সম্মেলনে সীমান্তে কাঁটাতার নির্মাণ, ইয়াবা পাচার, মানব পাচার এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে ফলপ্রসূ আলোচনা হয়েছে।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com