শিরোনাম
করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৪
করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত এক বাংলাদেশী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানা গেছে। ১২ দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এ বাংলাদেশী।


করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশী নাগরিকের ফুসফুসে জটিল প্রদাহ ছিল। বুধবার বিকালে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, বাংলাদেশের পাঁচ নাগরিকের মধ্যে প্রথমে আক্রান্ত হওয়া ব্যক্তির অবস্থা গুরুতর। তাকে সুস্থ করতে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সিঙ্গাপুরের এনসিআইডি কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশের হাইকমিশনার জানান, আক্রান্ত প্রথম বাংলাদেশী মঙ্গলবার দিনের শেষ ভাগ থেকে চিকিৎসায় কিছুটা সাড়া দিচ্ছেন। তবে নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকা ওই রোগীর শারীরিক অবস্থা কেমন যেতে পারে, এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো আগাম মন্তব্য করতে চাইছে না।


এর আগে বুধবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ব্রিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন। তার বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন জানান, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশী চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তার অবস্থা আশঙ্কাজনক।


৩৯ বছর বয়সী ওই যুবক অনেক দিন ধরেই শ্বাসকষ্ট ও কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com