শিরোনাম
খাদিজার জীবন এখনো শঙ্কায়
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১১:৫১
খাদিজার জীবন এখনো শঙ্কায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কথিত প্রেমিকের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা ভেন্টিলেটর মেশিনের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।স্কায়ার হাপাতালে গিয়ে দেখা গেছে, খাদিজার স্বজনরা হাসপাতালে তার সুস্থতার জন্য অপেক্ষার প্রহর গুনছেন।


হাসপাতালে অবস্থানকারী খাদিজার ভাই শাহীন আহমদ ও চাচা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, খাদেজার অবস্থা এখনো আগের মতো।তারা জানান, তাদের সাথে খাদিজার আরো দুই ভাই ও মামা রয়েছেন। তারা হাসপাতালের পাশে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছেন।


চীন থেকে আসা খাদিজার ভাই শাহীন আহমদ কান্না জড়িত কণ্ঠে জানান, তারা ভাই-বোন চারজন। এর মধ্যে খাদিজা তাদের একমাত্র বোন। একমাত্র বোনের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এদিকে খাদিজার বাবা মাসুক আহমেদ গতকাল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি খাদিজাকে দেখতে স্কায়ার হাসপাতালে ছুটে আসেন। পরে বিকালে তিনি সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।


তবে সিলেট যাওয়ার আগে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি চাই বদরুলের বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করা হউক।’


প্রসঙ্গত, গত সোমবার বিকেলে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমার মুনিরজ্ঞাতি গ্রামে।


বদরুল ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। আর খাদিজা সদর উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর আখালিয়া এলাকার বসবাস করেন খাদিজা।


বিবার্তা/খলিল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com