শিরোনাম
চীন থেকে এখনই বাংলাদেশীরা ফিরতে চাচ্ছেন না: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৫:২১
চীন থেকে এখনই বাংলাদেশীরা ফিরতে চাচ্ছেন না: পররাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চীন থেকে এখনই বাংলাদেশীরা দেশে ফিরতে চাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।


বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-সিলেট ফোর লেন এবং বাদাঘাট-বিমানবন্দর বাইপাস সড়কের উন্নয়ন বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় চীন সব খরচ ও সেবা দিচ্ছে। তাই কেউ আসতে চাইছেন না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশীদের কেউ ফিরতে চাইলে, তাদের ফেরানোর ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মন্ত্রী বলেন, চীনের উহান থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনার জন্য আমরা তালিকা তৈরি করেছি। এছাড়া তাদের আনতে আমরা ফ্লাইটও রেডি রেখেছি।


আব্দুল মোমেন বলেন, আমরা এ ব্যাপারে সজাগ এবং দেশেও সব ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালগুলোও তৈরি আছে। উহান শহরে আটকে পড়া বাংলাদেশীদের বিচলিত না হয়ে চীন সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।


বাংলাদেশ সরকার এরই মধ্যে চীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানান তিনি।


বিবার্তা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com