শিরোনাম
পদ্মা সেতু : দৃশ্যমান হলো ৩ হাজার ৩০০ মিটার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২০, ১২:১৬
পদ্মা সেতু : দৃশ্যমান হলো ৩ হাজার ৩০০ মিটার
ফাইল ছবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাওয়া প্রান্তে সকাল সোয়া ১০টার দিকে বসানো হলো পদ্মা সেতুর ২২তম স্প্যান। দৃশ্যমান হয় সেতুর ৩ হাজার ৩০০ মিটার।


সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। মাওয়া পাড় থেকে সবচেয়ে কাছের স্প্যান এটি।


জাজিরা প্রান্তে এক সাথে যখন ১০টি স্প্যান দৃশ্যমান, সে তুলনায় মাওয়া প্রান্তে মাত্র ১টি স্প্যান বসেছিলো। এখানকার ৬ ও ৭ নম্বর পিলারের ওপরের স্প্যানটি অস্থায়ীভাবে বসানো ছিলো বছরখানেক আগেই। গত মাসে এটিকে স্থায়ী পিলারে তোলা হয়। এবার এ প্রান্তে দ্বিতীয় স্প্যান বসানো হলো।


মাওয়া প্রান্তে কাজ পিছিয়ে থাকার মূল কারণ ছিলো পিলারের নকশায় জটিলতা। এখানকার ১৪টি স্থানে নদীর তলদেশের মাটির গঠনগত কারণে নকশা সংশোধন করে পিলার বানাতে হয়। সে পিলারগুলো এখন পুরো প্রস্তুত।


চলতি মাসের প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি, জাজিরা প্রান্তে। দ্বিতীয় স্প্যানটি বসানোর কথা ছিলো ২৫ জানুয়ারি। কিন্তু এ দিন চীনের নতুন বছর শুরু। তাই দেশটির প্রকৌশলীদের নবববর্ষ উদযাপনের সুবিধার্থে তা এগিয়ে আনা হয়েছে ২ দিন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com