শিরোনাম
বাংলাদেশ-কসোভো সহযোগিতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ২২:২২
বাংলাদেশ-কসোভো সহযোগিতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ও কসোভোর মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত ফিউনার উরিয়া সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন।


তিনি বলেন, আমাদের দুই দেশকে দেখতে হবে যে, আমাদের কোন পণ্যগুলো আমরা রপ্তানি এবং কোনগুলো আমদানী করতে পারি।


বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।


প্রধানমন্ত্রী বলেন, আমরা সারাদেশে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি কেননা দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং এর বাইরেও একটি ব্যাপক বাজার রয়েছে।


নবনিযুক্ত কসভোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে তার (কসভো রাষ্ট্রদূতের) দায়িত্ব পালনকালিন সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় কসোভোর রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘সমগ্র বিশ্বে আপনার (শেখ হাসিনা) এবং বাংলাদেশের বিরাট ভাবমূর্তি রয়েছে।


বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করে তিনি বলেন, আমি দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করবো এবং আমি এই সহযোগিতাকে আরো বাড়াতে চাই। বাংলাদেশের আইসিটি খাতটি খুব সমৃদ্ধ।-বাসস


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com