শিরোনাম
সাঈদ খোকনের এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ২০:৩২
সাঈদ খোকনের এপিএসকে দুদকের জিজ্ঞাসাবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবৈধ সম্পদ অর্জনসহ জুয়া ও ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ কুদ্দসকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।


জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুদ্দুস। তিনি দাবি করেন, তার কোনো অবৈধ সম্পদ নেই। আর জুয়া বা ক্যাসিনো কারবারের সঙ্গেও তার কোনো সংশ্লিষ্টতা নেই।


তবে দুদক সচিব দিলোয়ার বখত বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কুদ্দুসকে তলব ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।


প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি তলবি নোটিশ পাঠিয়ে ২১ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয় কুদ্দুসকে। নোটিশ পাঠান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com