শিরোনাম
আবারো শুরু হতে পারে শৈত্যপ্রবাহ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ০৮:৩৫
আবারো শুরু হতে পারে শৈত্যপ্রবাহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুই দিন পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার (২০ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে দেশের উত্তরাঞ্চলের জনপদে আবারো শীতের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) শুরু হতে পারে মাঝারি বা মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ।


রাজধানীতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এর আগে সোমবার (২০ জানুয়ারি) সকাল ও সন্ধ্যায় তুলনামূলক বেশি শীত অনুভূত হয়। এদিন রাজশাহীর বদলগাছীতে বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।


আবহাওয়াবিদ হাফিজুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, আজ থেকে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে। আগামী দুই-তিন দিন এই অবস্থা থাকবে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে।


সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (২০ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজশাহীর বদলগাছীতে চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।


তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আজ তাপমাত্রা আরো কমে আসার পাশাপাশি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।


গত শুক্র ও শনিবার নীলফামারীতে সূর্যের তাপে শীতের তীব্রতা কমে এলেও রবিবারই (১৯ জানুয়ারি) পরিস্থিতির অবনতি শুরু হয়। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে হিমেল বাতাসে জেলায় জেঁকে বসেছে শীত। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, রবিবার (১৯ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (২০ জানুয়ারি) তা ১১ দশমিক ৪ ডিগ্রিতে নেমে আসে। আগামী দুই দিন তাপমাত্রা আরো কমতে পারে এবং ২৬ তারিখের পর মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com