শিরোনাম
পদ শূন্য তিন লাখ ১৩ হাজার ৮৪৮, সরকারি চাকরিজীবী ১২ লাখ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ২০:২৬
পদ শূন্য তিন লাখ ১৩ হাজার ৮৪৮, সরকারি চাকরিজীবী ১২ লাখ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে তিন লাখ ১৩ হাজার ৮৪৮টি সরকারি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এছাড়া দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন বলেও জানান প্রতিমন্ত্রী।


রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এসব তথ্য জানান। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।


বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে। এইসব শূন্যপদ পূরণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।


আওয়ামী লীগের সদস্য মোর্শেদের এক প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন।


বিএনপির সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের এর প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে জনপ্রশাসনের আওতাধীন সরকারের বিভিন্ন স্তরে সর্বমোট ২৯০ জন কর্মকর্তা ওএসডি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ে সর্বমোট ১৭৭ জন কর্মকর্তা/কর্মচারী ও চুক্তিভিত্তিক নিয়োজিত আছেন।


সরকারি শূন্যপদে নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, ৩৭ ও ৩৯তম বিসিএসের মাধ্যমে গত বছর ৫ হাজার ৮৫৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া ৪০তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৯১৯ জন ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। ১০-১২তম গ্রেডের জনবল কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেয়া হয়।


তিনি জানান, ১৩-২০তম পদে নিজ নিজ মন্ত্রণালয় বা দফতর থেকে নিয়োগ হয়ে থাকে। গত বছর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টি করা হয়েছে। এ সময় ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেয়া হয়েছে।


বিবাতা/এসএ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com