শিরোনাম
ভোট পেছানোর দাবি সরকার দলীয় এমপির
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ২২:২১
ভোট পেছানোর দাবি সরকার দলীয় এমপির
বিবার্তা প্রতিবেতক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট দুই দিন পেছানোর দাবি জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য পঙ্কজ নাথ।


বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।


তিনি বলেন, ‘ভোটের তারিখ পরিবর্তনের জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে। এই আপিলের মাধ্যমে ভোট পেছানোর সিদ্ধান্ত আসতে পারে। প্রধানমন্ত্রী নির্বাহী আদেশেও ভোটের তারিখ দুই দিন পিছিয়ে দিতে পারেন।’


পঙ্কজ নাথ বলেন, ‘আমার মনে হয় সরস্বতী পূজার দিন ভোটের তারিখ রাখা একটি ষড়যন্ত্র। কারণ, হিন্দু ধর্মাবলম্বীরা নৌকায় ভোট দেন। এর মাধ্যমে তাদের ভোটের দিন পূজায় ব্যস্ত রাখা হবে। এতে অন্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’


ভোট পেছানোর স্বার্থে এসএসসি পরীক্ষা পেছানোর প্রস্তাব দিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘নানা কারণে এসএসসি পরীক্ষা পেছানো হয়। এবারের এসএসসি পরীক্ষা দুই দিন পিছিয়ে দিয়ে ভোটও দুই দিন পিছিয়ে দেয়া যায়। কারণ ২৯ জানুয়ারি সকাল থেকে পূজার লগ্ন শুরু হয়ে ৩০ জানুয়ারি বেলা ১১টা পর্যন্ত থাকবে।’


এদিকে ভোট পেছানোর আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার দুপুর ১২টায় সমিতির বৈঠক শেষে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।


এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাবির বিভিন্ন ছাত্র সংগঠন ভোট পেছানোর দাবি জানিয়ে আসছে।ছাত্র সংগঠনগুলো রাজপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।


উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী—আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com