শিরোনাম
‘পেঁয়াজের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে’
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১৭:৩৮
‘পেঁয়াজের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পেঁয়াজের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।


বৃহস্পতিবার সংসদে জাসদের শিরিন আখতারের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের দাম কমিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ভারত পেঁয়াজের আমদানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে প্রণোদনা প্রদান করছে। আশা করি শিগগিরই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। কোনো অবস্থাতেই পেঁয়াজের দাম ১১০ টাকা থাকবে না।’


সরকারি দলের সদস্য আয়েন উদ্দিনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী বছর যাতে পেঁয়াজের দাম নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, এজন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি আগামী বছর এমন পরিস্থিতির সৃষ্টি হবে না।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com