শিরোনাম
৪ দিনের রাষ্ট্রীয় সফরে তথ্যমন্ত্রী ভারতে
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১০:৩৫
৪ দিনের রাষ্ট্রীয় সফরে তথ্যমন্ত্রী ভারতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৪ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের প্রসার ভারতী এবং বাংলাদেশ বেতারের মধ্যেকার সম্প্রচার কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।


সফরকালে তথ্যমন্ত্রী নয়াদিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাদকারের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর চলচ্চিত্র নির্মাণে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সম্পাদনেরও কথা রয়েছে।


তথ্যমন্ত্রী বাংলাদেশের বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে আধুনিকতম ফিল্ম সিটি হিসেবে রূপায়নের লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য বুধবার (১৫ জানুয়ারি) ভারতের হায়দ্রাবাদের রামুজী ফিল্ম সিটিও পরিদর্শন করবেন।


তার সম্মানে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রীর। তার সাথে রয়েছেন, মন্ত্রীর দফতরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ও কর্মকর্তাবৃন্দ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com