শিরোনাম
ফের বাংলাদেশে হামলার হুমকি আইএসের
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৬, ১০:২৯
ফের বাংলাদেশে হামলার হুমকি আইএসের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গুলশানে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই ফের বাংলাদেশে হামলার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএসের তথাকথিত মুখপত্র রুমাইয়ার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে জঙ্গি সংগঠন পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স।


সেখানে বলা হয়, রুমাইয়ার দ্বিতীয় সংখ্যায় গুলশান হামলার সন্দেহভাজন ‘মাস্টারমাইন্ড’ তামিম চৌধুরীর নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানেই বাংলাদেশে আইএসের নতুন হামলার ছক কষার খবর রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আইএসের এবারের টার্গেট বাংলাদেশের কূটনীতিবিদ, ক্রীড়াবিদ এবং পর্যটক।


সাইট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠানটি বাংলাদেশ নিয়ে বিভিন্ন বিতর্কিত খবর দিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েছে। এর আগে আইএস প্রভাবিত বলে পরিচিত সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে সাইট ইন্টিলিজেন্সের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। গুলশন হামলাকেও আইএসের কাজ বলে প্রচার করেছিল এই ওয়েবসাইট।


তাই নতুন করে এই জঙ্গি হামলার সাইট ইন্টেলিজেন্সের দেয়া নতুন খবরকে তাচ্ছিল্য করে উড়িয়ে না দিলেও বিশেষ গুরুত্ব দিতে নারাজ সরকার বা প্রশাসন। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। করা হচ্ছে খোঁজখবরও। গুলশান হামলার পর অনেক জঙ্গিই ধরা পড়েছে বাংলাদেশে।


উল্লেখ্য, গত ১ জুলাই গুলাশানের হলি আর্টিজান রেস্তারাঁয় জঙ্গি হামলায় ছয় জঙ্গিসহ ২৯ জন নিহত হয়। এরপর ৭ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের জামাতের বাইরে হামলা চালায় জঙ্গিরা। দুটো হামলারই দায় স্বীকার করে আইএস। তবে প্রশাসনের দাবি দুটো হামলাই দেশীয় জঙ্গি সংগঠনগুলো চালিয়েছে।


বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com