শিরোনাম
আদালতে সাক্ষ্য দিলেন খাদিজার ডাক্তার
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৩৯
আদালতে সাক্ষ্য দিলেন খাদিজার ডাক্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কলেজ শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন খাদিজার চিকিৎসক ডা. এমএ রেজাউস সাত্তার। তিনি স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন।


বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে তিনি সাক্ষ্য দেন।


আদালতের এপিপি মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়ে বলেন, এ পর্যন্ত ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের প্রথম দিন বদরুল আলমের বিরুদ্ধে আদালতে ১৭ জন সাক্ষ্য প্রদান করেন। পরে ১১ ডিসেম্বর সাক্ষ্য দেন আরো ১৫ জন।’


তিনি বলেন, ‘আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৮ জানুয়ারি তারিখ ধার্য্য করেছেন। ওইদিন সম্ভব হলে খাদিজাকে আদালতে হাজির করার কথা বলেছেন আদালত।’


এদিকে সাক্ষ্য প্রদানের পর আদালতের বাইরে এসে উপস্থিত সাংবাদিকেদের ডা. রেজাউস সাত্তার বলেন, ‘স্কয়ার হাসপাতালে খাদিজাকে ভর্তি করার পরবর্তী সময়ে তার শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে আদালতকে অবহিত করেছি।’


এর আগে গত ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। গত ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।


প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম।


ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খাদিজা এখনো সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন।


বিবার্তা/খলিল/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com