শিরোনাম
সারাদেশে ৬ লাখ নলকূপ স্থাপন করবে সরকার
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০, ০৯:২৫
সারাদেশে ৬ লাখ নলকূপ স্থাপন করবে সরকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নিরাপদ পানি সরবরাহে সারাদেশে ৬ লাখ নলকূপ স্থাপন করবে সরকার। এছাড়া কৃষি খাতে পানি ব্যবস্থাপনাসহ সমন্বিতভাবে পানি সমস্যার সমাধানে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ’ শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।


৮ হাজার ৮৫১ কোটি টাকায় ব্যয়ের প্রকল্পটি এবছর শুরু করে ২০২৫ সালের জুন মাসের মধ্যে শেষ করতে চায় সরকার।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, সারাদেশে ৯০ হাজার ৬৩৬টি অগভীর ও ১ লাখ ২৩ হাজার ৮৭৭টি গভীর নলকূপ, ২ লাখ ৬ হাজার ৬৬৪টি সাবমার্সিবল পাম্প ও জলাধারসহ অগভীর নলকূপ, ১ লাখ ৭০ হাজার ২২২টি সাবমার্সিবল পাম্প ও জলাধারসহ গভীর নলকূপ স্থাপন করা হবে।


এছাড়াও ৩ হাজার ৩৭৯টি রিংওয়েল, বৃষ্টির পানি কৃষিতে ব্যবহারের জন্য ৩ হাজার ২১০টি ইউনিট, গ্রামীণ এলাকায় পাইপ দিয়ে পানি সরবরাহ স্কিম ৪৯১টি, সোলার পিএসএফ-৩২০টি, আর্সেনিক আয়রণ রিমুভাল প্ল্যান্ট (ভ্যাসেল টাইপ) ২৯ হাজার ৫৭০টি এবং কমিউনিটি-ভিত্তিক পানি সরবরাহ ইউনিট ৮ হাজার ৮৩৮টি স্থাপন করা হবে।


প্রকল্পটি বাস্তবায়নে ১২টি উপজেলায় অফিস ভবন নির্মাণ, উন্নয়ন ও গবেষণামূলক কার্যক্রম চালানো হবে।


মন্ত্রী জানান, বৈঠকে এ প্রকল্পসহ মোট ৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।


বিবার্তা/এনকে/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com