শিরোনাম
বাংলাদশে-মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরু
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৫৫
বাংলাদশে-মিয়ানমার সীমান্ত সম্মেলন শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) সিনিয়র পর্যায়ে পাঁচ দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।


রবিবার ( ৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় পিলখানায় বিজিবি সদর দফতরের এ সম্মেলন শুরু হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


বাংলাদেশে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ রোধসহ বেশ কিছু এজেন্ডাকে সামনে রেখে বিজিবি-এমপিএফ সম্মেলনটি চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সম্মেলন শেষে আগামী বুধবার বেলা ১১টায় যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার মিয়ানমার প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে।


এবারের সীমান্ত সম্মেলনে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে আট সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে।


অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেছে।


বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।


সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য এজেন্ডাগুলো হলো- মাদকদ্রব্য নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধ, সীমান্তে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, মিয়ানমার নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ রোধ, সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনী কর্তৃক ফায়ারিং প্রতিরোধ।


প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বা অসতর্কতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমকারীদের উভয় দেশের নিজ নিজ সীমান্তরক্ষী বাহিনীর কাছে ফেরত, সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য বিনিময়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যৌথ টহল পরিচালনা, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাংলাদেশ কর্তৃক সীমান্ত সড়ক নির্মাণকালে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা প্রদান।


বিবার্তা/শহিদুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com