শিরোনাম
বাংলাদেশ থেকে ৮ বছর পর ম্যানচেস্টার গেলো ‘সোনারতরী’
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:১৫
বাংলাদেশ থেকে ৮ বছর পর ম্যানচেস্টার গেলো ‘সোনারতরী’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে দীর্ঘ আট বছর পর ২৬৯ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেষ্টার গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনারতরী’। রবিবার (৫ জানুয়ারি) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইট উদ্বোধন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেন, যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে প্রায় ৯০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের অনেক দিনের আকাংখা ম্যানচেষ্টার রুটে বিমানের ফ্লাইট। ম্যানচেষ্টার রুট চালুর মধ্যে দিয়ে বিমানের ১৭তম রুট চালু হলো। এই রুটে বিমানের ফ্লাইট পরিচালিত হতো। কিন্তু ২০১২ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজ স্বল্পতার কারনে অস্থায়ীভাবে রুটটি বন্ধ রাখা হয়।


তিনি বলেন, ‘বিমানের সেবার মান বাড়াতে নতুন নতুন উড়োজাহাজ কেনা হচ্ছে। নতুন রুট চালু করা হচ্ছে। যাত্রীদের সেবার মান বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়া হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার বিভিন্ন সেবা নিয়ে মোবাইল অ্যাপ চালু করেছে, যার মাধ্যমে যাত্রীরা নিজেই টিকেট কাটাসহ নানা সেবা পাবেন।


বিমান বহরে সদ্য সংযোজিত বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে উদ্বোধন হচ্ছে ঢাকা-ম্যানচেণ্টার রুটের যাত্রা। সপ্তাহে তিন দিন-রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালিত হবে। নতুন বোয়িং ৭৮৭-৯ এ সর্বমোট আসন সংখ্যা ২৯৮টি। এ উড়োজাহাজে ৩০ টি বিজনেস ক্লাস,২১ টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস এবং২৪৭টি ইকোনমি ক্লাস রয়েছে। বর্তমানে বিমানের ৬টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ রয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com