শিরোনাম
ফের ডাবল সেঞ্চুরি পেঁয়াজের
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২০, ১৮:৪৯
ফের ডাবল সেঞ্চুরি পেঁয়াজের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। ইতিমধ্যে সিরাজগঞ্জের বাজারগুলোতে পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরিতে পৌঁছেছে।মাত্র দুদিনের ব্যবধানে দেড়গুণ বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।


সিরাজগঞ্জ স্টেশন বাজার, বানিয়াপট্টি বাজার ও এসএস রোড এলাকায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অপরদিকে আমদানি করা মিশরীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।


ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়তে দাম বাড়ায় তারও পিয়াজের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন।


কাঁচাবাজার আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, সিরাজগঞ্জের হাট-বাজারে পেঁয়াজের দাম আবারো বেড়েছে। বেশি দামের কারণে পাইকাররাও পিয়াজ কিনতে সাহস পাচ্ছেন না। ফলে খুচরা বাজারে প্রভাব পড়ছে।


জেলা মার্কেটিং অফিসার মো. আইয়ুব আলী বলেন, আবহাওয়া খারাপের কারণে পেঁয়াজের সরবরাহ কম। এ কারণে কিছুটা দাম বেড়েছে।


গত বছরের ২৯ সেপ্টেম্বর হঠাৎ পেয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। বাংলাদেশ আমদানির ক্ষেত্রে ভারতের ওপর বেশী নির্ভরশীল হওয়ায় নভেম্বরে এক লাফে ডাবল সেঞ্চুরিতে ওঠে পেঁয়াজের দাম। সেপ্টেম্বরের শেষ থেকে অস্থির হয়ে উঠে পিয়াজের বাজার। এর পর ধীরে ধীরে কিছুটা দাম কমলেও এখন আবার দাম বাড়তে শুরু করেছে। এতে চরম ক্ষুব্ধ সাধারণ মানুষ।


বিবার্তা/আবদাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com