শিরোনাম
বায়ু দূষণ প্রতিরোধে ঢাকায় বাসার ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২০, ১২:৫২
বায়ু দূষণ প্রতিরোধে ঢাকায় বাসার ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২০ সালের মধ্যে ঢাকা শহরের বাড়িগুলোর ছাদে ১০ লাখ বীজ রোপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থা।


রাজধানীর ২২৬ পূর্ব আজমপুর নুর জাহান সৃষ্টি ক্যাসেলে এক হাজার বীজ রোপনের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।


বাংলাদেশ বায়ু দূষণ প্রতিরোধ সংস্থার উদোক্তা মো. বাশার শিকদার বলেন, বর্তমানে বায়ু দূষণ মহামারীতে পরিণত হয়েছে। এই দূষণ রোধে ঢাকা শহরের বাড়িগুলোর ছাদে কিছু সবুজ সবজি বা ছোট গাছ লাগানো জরুরি। একদিকে যেমন পরিবেশ দূষণ প্রতিরোধ হবে, অন্যদিকে এই ছাদকৃষি থেকে বাড়ির মালিকের প্রতিদিনের সবজির চাহিদা পূরণ হবে।


সংস্থাটির উদ্যোক্তা মীর মেহেদী হাসান বলেন, পরিবেশ দূষণ রোধে সবুজায়নের বিকল্প নেই। আমাদের এই সবুজ ছাদ প্রকল্প সবুজ নগরী গড়ে তুলতে সহায়তা করবে।


সংস্থার এক সদস্য মো. শরিফ খান বলেন, রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা মারাত্মক আকার ধারণ করেছে। শিল্প বর্জের কারণে রাজধানীসহ অন্যান্য শহরে বায়ু দূষণ ক্রমাগত বাড়ছে। শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী জনগোষ্ঠী মারাত্মক সব রোগে আক্রান্ত হচ্ছে। এসব নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে।


বিবার্তা/এনকে/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com