শিরোনাম
বাংলাদেশকে আরো দুটি বিমান বিক্রির প্রস্তাব বোম্বারডিয়ার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১৬:৩৬
বাংলাদেশকে আরো দুটি বিমান বিক্রির প্রস্তাব বোম্বারডিয়ার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২০ সালে কানাডিয়ান বোম্বারডিয়ার বিমান কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ড্যাশ কিউ ৪০০ বিমান মডেলের ৭৪ আসন বিশিষ্ট তিনটি সম্পূর্ণ নতুন বিমান সরবরাহ করবে। কোম্পানিটি সহজ শর্তে বাংলাদেশের কাছে একই মডেলের আরো দুটি বিমান বিক্রির প্রস্তাব দিয়েছে।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, সহজ শর্তে বোম্বারডিয়ার বিমান কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এয়ারক্রাফটগুলো দেয়ার প্রস্তাব দিয়েছে। আমরা এ প্রস্তাবে সাড়া দিয়েছি। বাংলাদেশ এয়ারলাইন্সে যে কিউ ৪০০ বিমান বিক্রি করতে চাইছে সেগুলো ব্র্যান্ড নিউ।


এ বিষয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বোম্বারডিয়ার কমার্শিয়াল এয়ারক্রাফট ও কানাডিয়ান হাইকমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে।


অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য ২০১৫ সালের এপ্রিল মাসে পাঁচ বছরের জন্য দুটি বোম্বারডিয়ার ড্যাশ ৮ কিউ ৪০০ বিমান লিজ নিয়েছে বিমান বাংলাদেশ।


বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়া করা এই দুটি বিমানের সাহায্যে পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। যেখানে দেশের সাতটি অভ্যন্তরীণ রুটের সবগুলোতেই দুটি প্রাইভেট বিমান নভোএয়ার ও ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনা করছে।


মাহবুব আলী বলেন, অভ্যন্তরীণ সাতটি রুটে বিমান চলাচল বাড়ানোর পাশাপাশি কলকাতা ও ইয়াঙ্গুনের মত বিভিন্ন আঞ্চলিক ফ্লাইট পরিচালনার জন্য আমাদের আরো বিমান প্রয়োজন।


বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যালয় সূত্রে বলা হয়েছে, বোম্বারডিয়ার বাণিজ্যিক বিমান কোম্পানি জানিয়েছে যে, বাংলাদেশ সরকার চাইলে তারা ২৪ মাসের মধ্যে আরো দুটি সম্পূর্ণ নতুন ড্যাশ কিউ ৪০০ বিমান সরবরাহ করতে পারবে।


২০১৮ সালের ১ আগস্ট রাষ্ট্র মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোম্বারডিয়ারের কাছ থেকে তিনটি ড্যাশ কিউ ৪০০ এনজি সিরিজের বিমান ক্রয়ের জন্য কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) সাথে একটি জিটুজি (সরকারের সাথে সরকারের) চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মার্চ, মে ও জুন মাসে বোম্বারডিয়ার বাংলাদেশ সরকারের কাছে তিনটি সিঙ্গেল ক্লাস ড্যাশ বিমান হস্তান্তর করবে।


বিবার্তা/কামাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com