শিরোনাম
শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৩:২৩
শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে যেসব পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।


সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ‘পুলিশ স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি সশস্ত্র সালাম প্রদর্শন করা হয়।


উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’এর নামে ঢাকায় গণহত্যা শুরু করে। ওই রাতে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সর্বপ্রথম ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন অকুতোভয় বীর পুলিশ সদস্যরা।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com