শিরোনাম
কুষ্ঠ রোগিদের প্রতি সহানুভূতিশীল হোন: প্রধানমন্ত্রী
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:২১
কুষ্ঠ রোগিদের প্রতি সহানুভূতিশীল হোন: প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুষ্ঠ রোগিদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে কুষ্ঠবিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, কুষ্ঠ রোগের ঔষধ উৎপাদন ও বিনা মূল্যে বিতরণের জন্য দেশের ঔষধ কোম্পানিগুলোকে এগিয়ে আসতে হবে।


তিনি বলেন, ১৯৯৬ সালে কুষ্ঠরোগীর চিকিৎসার জন্য যে উদ্যোগটা নেয়া হয়েছিল তার শুভ ফলটাও আমরাও দেখেছি। যেসব এলাকায় এ রোগ দেখা যাচ্ছে সেখানে বিশেষ দৃষ্টি দিতে হবে। সেখানে চিকিৎসা ও সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং মানুষের থাকা খাওয়ার সবদিকে দৃষ্টি দিতে হবে।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কুষ্ঠ রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। সবচেয়ে যেটা আগে প্রয়োজন সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করা, তাছাড়া সাধারণ মানুষকে বলতে চাই তারা আমাদের সমাজের একজন। এতটুকু বলতে চাই তাদের দূরে ঠেলে দেবেন না। যদি এ ধরনের লোক পাওয়া যায় তাদের সহানুভূতির সঙ্গে দেখা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং তারা যেন ভালো চিকিৎসা পান তার ব্যবস্থা করা এটা একান্তভাবে প্রয়োজন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com