শিরোনাম
অনেক বিশ্ববিদ্যালয় দিনে সরকারি, রাতে বেসরকারি: রাষ্ট্রপতি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৫১
অনেক বিশ্ববিদ্যালয় দিনে সরকারি, রাতে বেসরকারি: রাষ্ট্রপতি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ বলেছেন,অনেক বিশ্ববিদ্যালয় দিনে সরকারি, রাতে বেসরকারি ভূমিকায় পরিণত হয়েছে। সন্ধ্যায় এগুলো মেলায় পরিণত হয়। এটা কোনোভাবেই কাম্য নয়।


সোমবার ( ৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ঢাবির সন্ধ্যাকালীন কোর্স নিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা সন্ধ্যাকালীন ইভিনিং কোর্স আমার ভালো লাগে না। ইভিনিং কোর্সের কারণে সন্ধ্যার পর এটা আর বিশ্ববিদ্যালয় থাকে না। এটা মেলায় পরিণত হয়। এ বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বিবেচনায় রাখা উচিত।


তিনি বলেন , ইভিনিং কোর্সের মাধ্যমে হাজার-হাজার গ্রাজুয়েট বের করে কি হবে? তারা কি করবে? বরং এতে এক শ্রেণির শিক্ষক লাভবান হচ্ছেন। আর তাদের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এদেশের বাতিঘর। এদেশের প্রতিটি আন্দোলনে সূতিকাগার হচ্ছে এ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনও একটা ইতিহাস।


তিনি বলেন, সমাবর্তন পাওয়া গ্রাজুয়েটদের অভিনন্দন জানাই। এ ডিগ্রি পেয়ে তারা নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন হবেন এটাই প্রত্যাশা করছি।


ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচন হওয়ায় উপাচার্যকে অভিনন্দন জানাই। একইসাথে এ নির্বাচন নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগ যাতে আর না আসে সেব্যাপারে বিশ্ববিদ্যালয়কে কাজ করতে হবে।


শিক্ষাকে নিয়ে তিনি বলেন, কর্মবিমুখ শিক্ষা মূল্যহীন। শিক্ষাকে কার্যকর করতে হলে এর সাথে কাজের সম্পর্ক থাকতে হবে।


উল্লেখ্য, এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ২০ হাজার ৭৯৬ জন গ্রাজুয়েট অংশগ্রহণ করেছেন। সমাবর্তনে বক্তা হিসেবে ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব সাইন্স’ ডিগ্রি দেয়া হয়। অনুষ্ঠানে ৭৯ জন কৃতি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ছয়জনকে ডিবিএ এবং ১৪ জনকে এম ফিল ডিগ্রি দেয়া হয়। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com