শিরোনাম
কৃষকদের জন্য সুসংবাদ জানালেন কৃষিমন্ত্রী
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৩০
কৃষকদের জন্য সুসংবাদ জানালেন কৃষিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সারের দাম ডিলার এবং কৃষক পর্যায়ে প্রতি কেজিতে ৯ টাকা করে কমানো হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।


তিনি বলেন, ‘এখন কৃষক পর্যায়ে ডিএপি সারের সর্বোচ্চ খুচরা মুল্য প্রতিকেজি ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা এবং ডিলার পর্যায়ে প্রতিকেজি ২৩ টাকা থেকে কমিয়ে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।’


বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আরো বলেন, এই মৌসুমে খুব দ্রুত সময়ে এ মূল্য কার্যকর হবে।


সারের দাম কমানোয় সরকারকে অতিরিক্ত ৮০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর সরকার কৃষি কাজে সারে কৃষকদের সাত হাজার কোটি টাকা ভর্তুকি দেয়।’


মন্ত্রী জানান, কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, সুষম সার ব্যবহারের কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ পরিবেশবান্ধব টেকসই খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার ডিএপি সারের মুল্য পুনরায় হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে।


তিনি আরো জানান, ডিএপি সারে ১৮ শতাংশ নাইট্রোজেন (এ্যামোনিয়াম ফর্মে) এবং টিএসপি সারের সমপরিমাণ ফসফেট (অর্থাৎ ৪৬ শতাংশ) রয়েছে।


কৃষিমন্ত্রী বলেন, ‘ফলে এ সার প্রয়োগে একদিকে যেমন ইউরিয়া ও টিএসপি উভয় সারের সুফল পাওয়া যাবে আবার অর্থ ও শ্রম উভয়ের সাশ্রয় হবে।’


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com