শিরোনাম
লিবিয়া থেকে ফিরেছেন ১৫২ বাংলাদেশী
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ১৫:৩৫
লিবিয়া থেকে ফিরেছেন ১৫২ বাংলাদেশী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়া থেকে বৃহস্পতিবার তিন কর্মীর মরদেহসহ ১৫২ জন বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে সরকার।


প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের নিয়ে চার্টার্ড একটি ফ্লাইট ঢাকায় পৌঁছায়।


ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, একই ফ্লাইটে লিবিয়ায় নিহত তিন কর্মীর মরদেহও নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত জানা যায়নি।


লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ ও লিবিয়া সরকারের তত্ত্বাবধানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে বুধবার তাদের বাংলাদেশে পাঠানো হয়।


দূতাবাস আরো জানায়, দেশে ফিরে আসা বাংলাদেশী কর্মীদের মধ্যে ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত এবং ত্রিপলীতে বিমান হামলায় আহতরা রয়েছেন। গত ১৮ নভেম্বর লিবিয়ার ত্রিপোলিতে বিমান হামলায় নিহত ছয়জনের মধ্যে একজন বাংলাদেশী ছিলেন। নিহত বাংলাদেশী আবুল হাসান ওরফে বাবুলালের গ্রামের বাড়ি রাজশাহীতে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com