শিরোনাম
‘রায়ে সরকার সন্তুষ্ট, টুপির বিষয়ে তদন্ত হওয়া উচিত’
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৯
‘রায়ে সরকার সন্তুষ্ট, টুপির বিষয়ে তদন্ত হওয়া উচিত’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায়ে সরকার সন্তুষ্ট। জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতীক সম্বলিত টুপি পরে এজলাসে ঢোকার বিষয়টি তদন্ত হওয়া উচিত।


বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


তিনি বলেন, আমি সরকারের পক্ষ থেকে বলছি, আমরা এ রায়ে সন্তুষ্ট। ঘটনাটির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছিলেন, এসব অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তির আওতায় আনতে হবে। সে কথারই সত্যতা প্রমাণ হলো আজ।


আইএসের টুপি পরে এজলাসে ঢোকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রশ্নের জবাব আমার পক্ষে দেয়া সম্ভব নয়। তবে এ ব্যাপারটার তদন্ত হওয়া উচিত।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com