শিরোনাম
দ্রুতই বদরুলের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৬, ২০:৫৩
দ্রুতই বদরুলের বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের বিচার দ্রুত করতে যা প্রয়োজন সরকার তা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।


বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার স্কায়ার হাসপাতালে আহত খাদিজাকে দেখতে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা ভিন্ন এবং জঘন্যতম ঘটনা। কোপানোর ধরনে বোঝা যায়, এটা কোনো মানুষের কাজ না। বদরুলের প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার নেই।


তিনি বলেন, যারা অপরাধ করে তারা সবাই অপরাধী। আর অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেন না।


সংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, দেশে আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। যদি হতো তা হলে দেশের মানুষ ঘর থেকে বের হতো না। দোকানপাঠ খুলতো না।


এর আগে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী স্কায়ার হাসপাতালে আসেন।


উল্লেখ্য, শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো চাপাতির আঘাতে সোমবার বিকেলে গুরুতর আহত হওয়া খাদিজা আক্তার নার্গিস (২৩) ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।


বিবার্তা/খলিল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com