শিরোনাম
আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আবরারের বাবা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ২০:৫৫
আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন আবরারের বাবা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট)শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ আইনমন্ত্রীর আনিছুল হকের সাথে দেখা করেছেন।


বৃহস্পতিবার (২১নভেম্বর) দুপুর ১২টার পরিবারের দুই সদস্যকে সাথে নিয়ে গুলশানে আইনমন্ত্রীর বাসায় যান তিনি। সেখানে প্রায় আধঘণ্টা আইনমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন।


আইনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, ‘হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেয়ার জন্য আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানান আবরারের বাবা বরকত উল্লাহ। আইনমন্ত্রী সে ব্যাপারে আশ্বাস দেন। একই সঙ্গে বিচার প্রসিকিউশন টিমে পরিবারের পছন্দ অনুযায়ী দুইজন আইনজীবীও রাখার ব্যাপারে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যত দ্রুত সম্ভব এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।


পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরাও চাই এই মামলার দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হোক। অত্যন্ত বর্বরোচিত ও নির্মম এ হত্যাকাণ্ডের দায়ে আসামিরা সর্বোচ্চ সাজা পাক। এ বিষয়টি নিয়ে সমগ্র দেশবাসীর সঙ্গে প্রধানমন্ত্রীও অত্যন্ত সচেতন রয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com