শিরোনাম
অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত সুমিসহ ৯১ নারী
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৯, ০৯:২৭
অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত সুমিসহ ৯১ নারী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অবশেষে দেশে ফিরছেন সৌদি আরবে নির্যাতিত সেই নারীকর্মী সুমি আক্তারসহ নির্যাতনের শিকার আরো ৯১ নারী গৃহকর্মী।


শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এয়ার এরাবিয়ার জি৯-৫১৭ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সুমি। তার সঙ্গে সৌদি থেকে দেশে ফিরে আসেন নির্যাতিত আরো ৯১ নারী গৃহকর্মী।


সুমিকে নিয়ে সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সুমিকে দেশে ফেরাতে উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় দেশে ফেরেন সুমি আক্তার।


সুমির স্বামী নূরুল ইসলাম বলেন, সুমি দেশে ফেরায় খুব আনন্দ লাগছে, তেমনি কষ্টও লাগছে। কারণ ভাগ্য বদলের আশায় সৌদি গিয়েছিল সুমি, এখন খালি হাতে ফিরছে। সবকিছুর পর সুমি দেশে ফেরায় সরকারকে ধন্যবাদ।


তবে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের অগোচরেই বিমানবন্দর ত্যাগ করেন সুমি। কিন্তু তার স্বামী নূরুল ইসলাম বিমানবন্দরে অপেক্ষা করতে থাকেন। পরে ব্র্যাকের কর্মীরা জানান, সুমি ফ্লাইট থেকে নেমে টার্মিনাল এক দিয়ে বাড়ি চলে গেছেন। কিন্তু তার স্বামী ও গণমাধ্যম কর্মীরা টার্মিনাল-২ এ সুমি ও অন্য নির্যাতিত নারীদের জন্য অপেক্ষা করতে থাকেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com